হাতে হাত: বিপুল রায়ে মেয়ের সঙ্গে রাজ্যপাল। ছবি: নারায়ণ দে
এর আগে তাঁর ১৩ সেপ্টেম্বরের সফর বাতিল হয়েছিল। এ বারে কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় এলেন বিপুল রায়ের বিন্দিপাড়ার বাড়িতে। চিনের সঙ্গে সংঘর্ষে নিহত বিপুলের বাবা-মা, স্ত্রী এবং সন্তানের সঙ্গে সময় কাটালেন কিছুক্ষণ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সাড়ে পাঁচ লক্ষ টাকার একটি চেক বিপুলের মায়ের হাতে তুলে দেন। রাজ্যপালের স্ত্রী একই অঙ্কের আর একটি চেক তুলে দেন বিপুলের স্ত্রীয়ের হাতে। রাজ্যপাল বিপুলের মেয়ে তামান্নার হাতে এক বাক্স চকলেট, বিস্কুটও তুলে দেন। সূত্রের খবর, বিপুলের বাবা নীরেন্দ্রনাথ রায় রাজ্যপালের কাছে তাঁর ছোট ছেলের চাকরির জন্যও আবেদন জানান।
বিপুলের পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁর স্ত্রী রুম্পা মেয়েকে নিয়ে ছিলেন ভাটিবাড়িতে নিজের বাপের বাড়িতে। রাজ্যপাল আসছেন, সেই উপলক্ষে তিনি বৃহস্পতিবার বিন্দিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। এ দিন সেনাবাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিপুলের বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ জন বার্লা এবং মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তবে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রশাসনের কর্তা, জেলা পুলিশ সুপার, জেলাশাসককে বিন্দিপাড়া গ্রামে দেখা যায়নি। সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘বিপুল রায়ের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী অনেক আগেই দাঁড়িয়েছেন। তাঁর স্ত্রীকে চাকরিও দিয়েছেন।’’