চিকিৎসাধীন বালিকা। নিজস্ব চিত্র।
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল মানিকচকের এক বালিকা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার বড় বাগান সংলগ্ন নাকিরটোলা গ্রামে। ঘটনায় আহত বালিকা হাসিফা খাতুন ভর্তি মানিকচক গ্রামীণ হাসপাতালে। আম বাগানের মধ্যে কোথায় থেকে এল বোমা, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দু’মাস আগে কালিয়াচকের সিলামপুরের লিচু বাগানে জ্বালানির কাঠ কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছিল দুই কিশোর। ওই দুই কিশোরও বল ভেবে বোমা তুলতেই বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশের। স্থানীয়দের দাবি, এদিন দুপুর ২টো নাগাদ বাড়ির পাশে আম বাগানে একাই খেলা করছিল তৃতীয় শ্রেণির ছাত্রী বছর সাতেকের হাসিফা। তার বাবা সাদ্দাম শেখ শ্রমিকের কাজ করেন। আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। ধোঁয়ায় ঢেকে যায় বাগান। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে ওই বালিকা।
হাসপাতাল সূত্রে খবর, বালিকাটির বাম পা এবং ডান হাতে আঘাত রয়েছে। প্রচন্ড রক্তক্ষরণও হয়। তবে বালিকাটির অবস্থা এখন স্থিতিশীল। আহত বালিকা জানায়, “বালির মধ্যে চাপা পড়ে একটা বল পড়েছিল। বলে পা দিতেই ফেটে যায়।” আত্মীয় রিমা খাতুন বলেন, “প্রচণ্ড ধোঁয়া ও শব্দ শুনে গিয়ে দেখি ও মাটিতে লুটিয়ে রয়েছে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করুক।”
স্থানীয়দের একাংশের দাবি, বড় বাগান এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রয়েছে। চোরাই মোটর বাইক কারবারও চলে বড় বাগানের মধ্যে। দুষ্কৃতীরা বোমা মজুত করে রাখতে পারে বলে দাবি তাঁদের। পুলিশ জানিয়েছে, সুতলি বোমাটি অনেক পুরোনো বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।