ধাপগঞ্জ

র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষক-সহ চার ছাত্র

ধাপগঞ্জ সরকারি আশ্রমিক স্কুলের এক শিক্ষক ও কেয়ারটেকার-সহ চার ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯
Share:

ধাপগঞ্জ সরকারি আশ্রমিক স্কুলের এক শিক্ষক ও কেয়ারটেকার-সহ চার ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

Advertisement

বুধবার জলপাইগুড়ি কোতয়ালি থানায় ওই অভিযোগ দায়ের করেন, শুক্রবার রাতে সিনিয়ারদের হাতে অত্যাচারের শিকার এক ছাত্রের অভিভাবক সুভাষ রায়। দশমশ্রেণীর এক ছাত্রের দু’শো ত্রিশ টাকা হারিয়ে গেছে সন্দেহে গত শুক্রবার রাতে ওই স্কুলের হস্টেলে জুনিয়ার ন’জন ছাত্রকে কয়েকজন সিনিয়র ছাত্র বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ৷ আরও অভিযোগ, বালতিতে জল ঢেলে তাদের মাথা ডুবিয়েও রাখা হয়৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পরই মঙ্গলবার স্কুলে ক্ষোভে ফেটে পড়েন মার খাওয়া ছাত্রদের অভিভাবকরা৷ এ দিন সুভাষ রায় নামে এক অভিভাবক জলপাইগুড়ি কোতোয়ালি থানায় স্কুলেরই শিক্ষক তপন সরকার, হস্টেলের কেয়ারটেকার সমিত গোস্বামী-সহ হস্টেলে থাকা স্কুলের চার সিনিয়ার ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সুভাষবাবুর অভিযোগ, ছাত্ররা যাতে কারো কাছে মুখ খুলতে না পারে সে ব্যাপারে প্রচণ্ডভাবে ওই ছাত্রদের হুমকি দেওয়া হয়৷ কেয়ারটেকার সমিতবাবুর বিরুদ্ধে সেই অভিযোগের সঙ্গে তার নিজের কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি৷

যদিও তপনবাবুর কথায়, ‘‘আমার বাড়ি কোচবিহারে৷ ঘটনার পরের দিনই আমি বাড়ি চলে যাই৷ ফিরি সোমবারে৷ তাই আমি যে কেন অভিযুক্ত হলাম সেটাই বুঝতে পারছি না৷’’ কেয়ারটেকার সমিত গোস্বামীও দাবি করেন, ‘মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকাকে বারবার ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি৷ পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে৷

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement