দখল ফুটপাত। শিলিগুড়ি।
মাস ছ’য়েক আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই, শহরের ফুটপাতগুলি দখলমুক্ত করতে কোমর বেঁধে নেমেছিল শিলিগুড়ি পুলিশ ও পুরসভা। শহরের এক প্রান্ত থেকে আর একপ্রান্ত পর্যন্ত ফুটপাতের উপরে থাকা দোকানগুলি সরিয়ে দেওয়া হয়। কিন্তু ছ’মাস যেতেই সেই একই অবস্থা শহরজুড়ে। যা ছিল, শহরের একাংশের ফুটপাতের ছবি তাই আবার ফিরে এসেছে বলে অভিযোগ।
ফুটপাত ছেড়ে এখন শহরের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের। হাসপাতাল মোড়, হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড, জংশন-সহ সর্বত্র একই অবস্থা। পুজোর পর থেকেই শিলিগুড়িতে দখলমুক্ত অভিযান থমকে রয়েছে। সেই সুযোগেই ফের ফুটপাত ও রাস্তাগুলি দখল করে দোকানপাট বসে গিয়েছে বলে অভিযোগ।
মাস খানেক আগে, বিধান রোড দিয়ে যাওয়ার সময় এক মহিলা আহত হন। তাঁর অভিযোগ ছিল, একটি হোটেলে রান্না ফুটপাতের উপর হচ্ছিল। ফলে সেখান দিয়ে যাওয়ার জন্য সামান্য জায়গা ছিল। তাতেই অসাবধনতার জন্য তিনি পড়ে যান। পরে, তিনি পুলিশকেও ঘটনার কথা জানিয়েছিলেন। মাঝে-মধ্যেই শহরে এমন ঘটনা ঘটে চলেছে।
হাসপাতাল মোড়ের কাছে বহুবার ফুটপাত থেকে খাবারের দোকানগুলি উঠিয়ে দিয়েছে পুরসভা। কিন্তু ফের কয়েকদিন পরে একই অবস্থা হয়েছে। জেলা হাসপাতালের গেটের সামনে ফুটপাতে স্টোভ জ্বালিয়ে চা-সহ বিভিন্ন খাবার বানানো হচ্ছে। কাছারি রোডে ফুটপাত দখল করে ব্যাগের দোকান বসে রয়েছে। মেয়র গৌতম দেব জানান, “বহুবার আমরা সেখানে অভিযান চালিয়ে দোকানগুলি সরিয়েছি। ফের অভিযান হবে।”
ফুটপাতগুলি থেকে দোকানগুলি সরিয়ে দিয়ে শহরে হকার্স জ়োন করার কথা ছিল। হকারদের তথ্য জোগাড় করেছিল পুরসভা। কিন্তু এখনও হকার্স জ়োন কোথায় হবে, সে ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। মেয়রের কথা, “জায়গা দেখা হচ্ছে।”
ফুটপাতের পাশাপাশি, শহরের প্রধান সড়কগুলি দখল করে অনেক জায়গায় দোকান বসে গিয়েছে। এর জেরে নিত্যদিন রাস্তাগুলিতে যানজট হচ্ছে। ফুটপাত ছেড়ে বাধ্য হয় রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়ছেন পথচারীরা। হাশমি চক থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত হিলকার্ট রোডের দু’পাশে ফুটপাতের উপর বহু ব্যবসায়ী দোকানের সামগ্রী রাখেন। এতে কিছু জায়গায় ফুটপাত পুরোপুরি বন্ধ হয়ে থাকে।