—ফাইল চিত্র
‘বাংলার পরিবর্তন নিয়ে আসতে ফিরে আসছে শুভেন্দুদা’—এই ফ্লেক্সে ছয়লাপ হল মালদহের মানিকচক ব্লকের বিভিন্ন এলাকা। শুক্রবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ফ্লেক্স লাগাতে শুরু করে। মালদহ জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের খাসতালুক মানিকচকে শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স পড়ায় তৃণমূলের অন্দরে হইচই পড়েছে।
এ দিকে, আজ শনিবার মেদিনীপুরের কলেজমাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। ওই মঞ্চ থেকেই রাজনীতির ময়দানে ‘নতুন ইনিংস’ শুরু করতে পারেন শুভেন্দু ধরে নিয়ে মালদহ থেকে তাঁর অনুগামীরা জেলা থেকে রওনা হয়েছেন মেদিনীপুরে। সূত্রের খবর, দলের কোন কোন নেতা-কর্মীরা সেখানে যাচ্ছেন তার হদিস করতে নজরদারি শুরু করেছে তৃণমূল। একইভাবে খোঁজ রাখতে শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগও।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মালদহের জেলাসদর ইংরেজবাজার শহর-সহ জেলার বিভিন্ন এলাকায় শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স ঝোলানো হয়েছিল। সে সময় ফ্লেক্সগুলিতে স্লোগান ছিল, ‘তোমার মতেই মত, তোমার পথেই পথ।’ তা নিয়ে জেলাজুড়ে হইচই পড়ে গিয়েছিল। প্রায় এক মাস পর ফের শুক্রবার সকাল থেকে শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স ঝোলানো হয় মানিকচক ব্লকের বিভিন্ন এলাকায়। ফ্লেক্সে লেখা রয়েছে, ‘বাংলার পরিবর্তন নিয়ে আসতে ফিরে আসছে শুভেন্দুদা।’ শুভেন্দু অনুগামী হিসেবে সেই ফ্লেক্সে নাম রয়েছে কাজল গোস্বামী, নিতাই ঠাকুর, মুক্তি মণ্ডল, হিমাংশু মন্ডলদের। জানা গিয়েছে, এ দিন সকাল থেকে শুভেন্দু অনুগামীরা মানিকচক ব্লকের ডোমহাট, রামনগর, মানিকচক ঘাট, পশ্চিম নারায়নপুর প্রভৃতি এলাকায় ফ্লেক্স ঝুলিয়েছেন।
এ দিকে শুভেন্দু তৃণমূল ছাড়তেই মালদহ জেলার ময়দানে নেমে পড়ে ‘টিম শুভেন্দু।’ জানা গিয়েছে, তৃণমূলের একাধিক পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে দুই পুরসভার কাউন্সিলর এবং বেশ কিছু নেতা-নেত্রীর সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন টিম শুভেন্দুর লোকজন। কাজল বলেন, ‘‘আমরা বেশ কয়েকজন শনিবারে মেদিনীপুরের সভায় থাকছি।’’ তবে শুভেন্দু সত্যিই সেই সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন কি না তা নিয়ে অবশ্য মন্তব্য করেননি কাজল। অন্যদিকে, তৃণমূলের এক জেলা সম্পাদক বলেন, ‘‘দলের কোন কোন নেতা-কর্মীরা মেদিনীপুরের সভায় যাচ্ছেন তার খোঁজ আমরা নিচ্ছি। সেই অনুযায়ী দলীয় পদক্ষেপ করা হবে।’’