Iga Swiatek

মেয়েদের টেনিসেও ডোপিং কাণ্ড, এক মাস নির্বাসিত পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়নটেক

কিছু দিন আগে ডোপিং কাণ্ডে নাম জড়িয়েছিল ছেলেদের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের। এ বার মেয়েদের প্রাক্তন এক নম্বর ইগা শিয়নটেকও ডোপিং করে ধরা পড়লেন। এক মাস নির্বাসিত করা হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২১:০৯
Share:

মেয়েদের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স।

কিছু দিন আগে ডোপিং কাণ্ডে নাম জড়িয়েছিল ছেলেদের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের। পরে সেই অভিযোগ থেকে মুক্ত হন তিনি। এ বার মেয়েদের প্রাক্তন এক নম্বর ইগা শিয়নটেকও ডোপিং করে ধরা পড়লেন। এক মাস নির্বাসিত করা হয়েছে তাঁকে। শিয়নটেক অপরাধ স্বীকার করে নিয়েছেন।

Advertisement

ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি বা আইটিআইএ জানিয়েছে, গত অগস্টে প্রতিযোগিতার বহির্ভূত একটি ডোপ পরীক্ষা করা হয়েছিল শিয়নটেকের। সেখানে তাঁর নমুনায় ট্রাইমেটাজ়িডিন নামের একটি নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে। সেটি হৃদযন্ত্রের চিকিৎসায় ব্যবহৃত হয়।

শিয়নটেক জানিয়েছিলেন, দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটাতে এবং ঘুমোতে যে ওষুধ ব্যবহার করেন, তাঁর সঙ্গে কোনও ভাবে ওই ওষুধটি মিশ্রিত হয়ে তাঁর শরীরে গিয়েছে। তিনি অনিচ্ছাকৃত ভাবে সেই ওষুধ নিয়েছেন, এই ব্যাখ্যা মেনে নিয়েছে আইটিআইএ-ও।

Advertisement

পোল্যান্ডের ২৩ বছরের খেলোয়াড় শিয়নটেক গত দুই মরসুম এক নম্বর খেলোয়াড় ছিলেন। এখন দু’নম্বরে। জুনে ফরাসি ওপেন জিতেছেন। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন।

২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাময়িক ভাবে নির্বাসিত ছিলেন শিয়নটেক। সে সময় কোরিয়া ওপেন, চিন ওপেন এবং উহান ওপেন খেলতে পারেননি। এক মাস নির্বাসনের মধ্যে ২২ দিন ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন তিনি। বাকি আর আট দিন। ৪ ডিসেম্বর থেকে খেলতে পারবেন শিয়নটেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement