Emergency Landing Of A Helicopter

জলপাইগুড়িতে আচমকাই হেলিকপ্টারের জরুরি অবতরণ, আতঙ্কে গ্রামবাসীরা, নেপথ্যে কী?

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায় হঠাৎই একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। আচমকা হেলিকপ্টারটির অবতরণে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৭
Share:

রাজগঞ্জে বৃহস্পতিবার আচমকা জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। প্রতীকী ছবি।

জলপাইগুড়ির রাজগঞ্জে বৃহস্পতিবার আচমকা জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায় হঠাৎই একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। আচমকা হেলিকপ্টারটির অবতরণে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ এবং গ্রামবাসীরা। এর পর তাঁরাই প্রথমে খবর দেন বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে খবর যায় রাজগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকারা। শুরু হয় তদন্ত।

প্রাথমিক তদন্তের পর রাজগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, সন্ধ্যায় দৃশ্যমানতা কমে যাওযার কারণে ওই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

Advertisement

পুলিশ আসার পর কিছুটা আশ্বস্ত হয় স্থানীয় মানুষ এবং গ্রামবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement