ফাইল চিত্র।
জঙ্গল ছেড়ে হাতির রাস্তায় উঠে আসার ঘটনা উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে প্রায়শই ঘটে থাকে। হাতির পালের রাস্তা পারাপারের জেরে দীর্ঘ ক্ষণ বন্ধও থাকে যানবাহন চলাচল। বুধবার বিকেলে এমনই ঘটনা ঘটল। চলন্ত বাসের সামনে আচমকাই এসে পড়ল একটি মস্ত হাতি। ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে।
জলপাইগুড়ির মালবাজারের কাছে মহানন্দা জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতিটি বাসের সামনে চলে আসায় সঙ্গে সঙ্গেই বাসটি থামিয়ে দেন চালক। যাত্রীরাও চেঁচামেচি জুড়ে দেন ভয়ে। তবে যাত্রীদের কোনও ক্ষতি না করে কিছু ক্ষণ পরে নিজে থেকেই জঙ্গলে ঢুকে যায় হাতিটি। এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ ছিল গাড়ি চলাচল।
বাসের এক যাত্রী বলেন, ‘‘হাতিটিকে দেখার পর গাড়ির গতিবেগ কমিয়ে দেন বাসের চালক। তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।’’ প্রসঙ্গত, কিছু দিন আগেই ডুয়ার্সের রেললাইনের উপর চলে এসেছিল একটি হাতি। চালকের তৎপরতাতেই রক্ষা পেয়েছিল বন্যপ্রাণীটি।