elephant

মালবাজারের পুলিশ ক্যাম্পে গভীর রাতে হানা দিল হাতি, তবে করল না কোনও ক্ষতি

পুলিশ-প্রশাসনের কাজের সুবিধার জন্য কয়েক বছর আগে এই এলেনবাড়ি চা বাগান ঘেঁষা জাতীয় সড়কের পাশে ওই পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৫:৫৭
Share:

গভীর রাতে পুলিশ ক্য়াম্পে হাতি। নিজস্ব চিত্র।

গভীর রাতে জলপাইগুড়ি জেলার মালবাজারের এলেনবাড়ি পুলিশ হানা দিল এক বিশাল বুনো দাঁতাল। যদিও হাতির হানাদারিতে ক্যাম্পের সে রকম কোনও ক্ষতি হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার সীমানায় তিস্তা নদীর পাড়ে রয়েছে এলেনবাড়ি চা বাগান। এই চা বাগানকে ‘ডুয়ার্সের প্রবেশদ্বার’ বলা হয়। পুলিশ-প্রশাসনের কাজের সুবিধার জন্য কয়েক বছর আগে এই এলেনবাড়ি চা বাগান ঘেঁষা জাতীয় সড়কের পাশে ওই পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল। মাল থানার অধীনেই রয়েছে ক্যাম্পটি।

প্রত্যক্ষদর্শী পুলিশকর্মীরা জানাচ্ছেন, শুক্রবার রাত ১০.৩০ মিনিট নাগাদ এই পুলিশ ক্যাম্পে এলাকায় হানা দিয়েছিল দাঁতাল হাতিটি। ফলে সাময়িক ভাবে আতঙ্ক তৈরি হয় ক্যাম্পের পুলিশকর্মী এবং চা বাগানের বাসিন্দাদের। যদিও তাঁরা জানাচ্ছেন, বিশাল চেহারার ওই হাতিটি অত্যন্ত ভদ্র ছিল। বিশেষ কোনও ক্ষতি না করে এদিক-ওদিক ঘুরে আবার আপন মনে বনের দিকে ফিরে যায়। মাল থানার আইসি সুজিত লামা শনিবার বলেন, ‘‘হাতিটি শুক্রবার রাতে ক্যাম্প চত্বরে এসেছিল। তবে কারও কোনও ক্ষতি করেনি। পরে নিজেই চলে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement