অস্ত্রোপচারে জুড়ল আঙুল

হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ রাজকিশোর সরকার বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় দিনহাটা চৌধুরীহাট এলাকা থেকে এক মহিলা কেটে ঝুলে থাকা আঙুল নিয়ে হাসপাতালে আসেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০৪:১৭
Share:

সেই আঙুল। নিজস্ব চিত্র।

কেটে ঝুলে থাকা আঙুল অপারেশনের মধ্য দিয়ে জোড়া লাগাল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক রাজকিশোর সরকার। বুধবার রাতে দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুটি এলাকার রেণুবালা সেন নামে এক মহিলার হাতের আঙুল অপারেশন করেন ওই চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রে যাকে বলে ‘ট্রমাটিক সার্প কাট ইনজুরি’। দিনহাটা মহকুমা হাসপাতালে এ ধরনের অপারেশন এই প্রথম বলেও দাবি চিকিৎসকের।

Advertisement

হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ রাজকিশোর সরকার বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় দিনহাটা চৌধুরীহাট এলাকা থেকে এক মহিলা কেটে ঝুলে থাকা আঙুল নিয়ে হাসপাতালে আসেন।’’ চিকিৎসক তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। রাতেই অপারেশনের ব্যবস্থা করা হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ওই মহিলার আঙুল জোড়া লাগানো সম্ভব হয়। ওই রোগীকে বৃহস্পতিবার সকালে ছুটি দিয়ে দেওয়া হলেও এধরনের এই অপারেশন স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় সাফল্য পায় বলেও চিকিৎসক জানান।

বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ‘‘দীর্ঘ দিন হাসপাতালে কোনও অস্থি রোগ বিশেষজ্ঞ ছিলেন না। রাজকিশোর সরকার হাসপাতালের যোগ দিয়েই এদিন এক মহিলার ঝুলে থাকা আঙ্গুল রিকনস্ট্রাকশন সার্জারির মাধ্যমে জোড়া লাগাতে সক্ষম হন। চিকিৎসা শাস্ত্রে যাকে বলে ট্রমাটিক সার্প কাট ইনজুরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement