সমুদ্র মন্থন থেকে রানি ভিক্টোরিয়া

কোনও ক্লাবে সমুদ্র মন্থন, তো কোনও ক্লাবে সিডি দিয়েই একটা মহল৷ কোথাও প্রদীপের আদলে মণ্ডপ গড়ে উঠছে, কোথাও আবার ফুটে উঠছে ভরতীয় সংস্কৃতি ও নৃত্য শৈলী।

Advertisement
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০২:২১
Share:

নবীন সঙ্ঘের পুজোয় ভিড়। —নিজস্ব চিত্র।

কোনও ক্লাবে সমুদ্র মন্থন, তো কোনও ক্লাবে সিডি দিয়েই একটা মহল৷ কোথাও প্রদীপের আদলে মণ্ডপ গড়ে উঠছে, কোথাও আবার ফুটে উঠছে ভরতীয় সংস্কৃতি ও নৃত্য শৈলী। এ ভাবেই একের পর এক থিম পুজো মাত দিচ্ছে জলপাইগুড়িতে৷

Advertisement

এ বার তৃতীয় বছরে পা দিয়েছে জলপাইগুড়ির তৃণসাথী৷ তাদের থিম ভারতীয় সংস্কৃতি ও নৃত্য শৈলী৷ নাচের নানান সরঞ্জাম দিয়ে মণ্ডপটি তৈরি হচ্ছে৷ মণ্ডপের গায়ে ফুটে উঠছে বিভিন্ন ধরনের নৃত্য মুদ্রা৷ প্রতিমা তৈরি হয়েছে নটরাজের আদলে৷

আদরপাড়া ত্রিনয়নী ক্লাবের এ বারের থিম সমুদ্র মন্থন৷ দেখানো হবে সমুদ্র মন্থনে কী ভাবে রক্ষা পাচ্ছে অমৃতভাণ্ড৷ পুজো কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর সৈকত চ্যাটার্জী জানান, পুরোপুরি সিন্থেটিকের কাপড়ে লাইটিং বিষয়টাকে জীবন্ত করে তুলবে৷

Advertisement

পান্ডাপাড়া নবীন সংঘ ও পাঠাগারের এ বারের থিম সিডি মহল৷ ৪৮তম বর্ষের এই কাল্পনিক সিডি-মহলের ভেতরে থাকছে দেবদেবীর নানা মডেল৷ প্রতিমা হচ্ছে রানি ভিক্টোরিয়ার আদলে৷

প্রদীপের স্ট্যান্ড এ বার কালী পুজোর থিম রায়কতপাড়া স্বস্তিকা ক্লাবের৷ আচমকা মণ্ডপটিকে দেখলে মনে হবে, একটি স্ট্যান্ডের ওপর রাখা রয়েছে প্রদীপ৷ স্ট্যান্ডে রয়েছে নানা কারুকাজ৷ মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপটি তৈরি করছেন৷ ক্লাব সদস্য জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, ‘‘কালীপুজোর সময় ঘরে ঘরে যে হেতু প্রদীপ জ্বলে, তাই থিম৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement