চিকিৎসা: হাসপাতালে ধর্ম পাসোয়ান। ছবি: সন্দীপ পাল
জলপাইগুড়ি সদর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন পুলিশ হেফাজতে থাকা পানশালা-কাণ্ডের মূল অভিযুক্ত ধর্ম পাসোয়ান। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা হওয়ায় পুলিশ শনিবার রাতে ধর্মকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ধর্মের শারীরিক পরীক্ষা করে চিকিৎসা চলছে। সুস্থ হতে সময় লাগবে।
শহরের থানা মোড়ের পানশালার মালিক তথা তৃণমূল নেতা ধর্মকে যৌন ব্যবসা চালানোর অভিযোগ গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তুলে ছ’দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পরেন তিনি। প্রথমে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মেল মেডিক্যাল (২) বিভাগে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসক। ডিএসপি (হেড কোয়ার্টার) প্রদীপ সরকারের নেতৃত্বে রাতেই ধর্মকে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে সদর হাসপাতালের সিসিইউতে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থায় এখন তেমন উন্নতি হয়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ দিন হাসপাতালে চিকিৎসকের পরামর্শে শহরের বাবু পাড়ার একটি নার্সিং হোমে ধর্মের কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়। হাসপাতালে সেই পরিষেবা না থাকাতে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে এসে ইসিজি এবং আরও কয়েকটি পরীক্ষা করে চিকিৎসা চলে তাঁর।