সমস্যায় পরামর্শ দেবশ্রীর

দলের অন্দরের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনই এখন লক্ষ্য বিজেপির। তাই এখন থেকেই জেলার ন’টি ব্লকের ৯৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সমস্যাকে সামনে রেখে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০২:০৪
Share:

ছুঁয়ে: রায়গঞ্জ সুপার মার্কেট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত বিজেপির এক জেলা নেত্রী। নিজস্ব চিত্র

বুথ স্তরে বাসিন্দাদের বক্তব্য জেনে সংশ্লিষ্ট বাসিন্দাদের সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনের পরামর্শ দিলেন দেবশ্রী চৌধুরী। শনিবার রায়গঞ্জে জেলা ও ব্লক স্তরের নেতাদের নিয়ে বৈঠক ডাকে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। সেখানে উপস্থিত নেতাদের এমনই পরামর্শ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী।

Advertisement

দলের অন্দরের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনই এখন লক্ষ্য বিজেপির। তাই এখন থেকেই জেলার ন’টি ব্লকের ৯৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সমস্যাকে সামনে রেখে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির জেলা নেতাদের দাবি, জেলার প্রতিটি বুথ এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে লাগাতার আন্দোলন করলেই দল শক্তিশালী হবে বলে দেবশ্রী জানান।

বৈঠকের পর দেবশ্রী দাবি করেন, জেলার ন’টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট, পানীয়জল ও আলোর পরিকাঠামো বেহাল। একাধিক পঞ্চায়েত এলাকায় সেতু ও কালভার্ট নেই। গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিরও চিকিৎসা পরিকাঠামো বেহাল। তাঁর কথায়, ‘‘দলের জেলা ও ব্লক স্তরের নেতাদের এখন থেকেই বুথে বুথে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের এলাকার সমস্যা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি। পরে সেইসব সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন করতে বলেছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি।’’

Advertisement

বৈঠকে দেবশ্রী উন্নয়নের কাজে রং বিচার না করার জন্য নেতাদের নির্দেশ দিয়েছেন। দেবশ্রীর বক্তব্য, ‘‘সাংসদ তহবিলের টাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কোন কোন এলাকায় কী কী উন্নয়নের প্রয়োজন, সে-বিষয়ে দলের জেলা নেতৃত্বের কাছে একটি প্রস্তাব চেয়েছি।’’ কাটমানি ইসুতে এ দিন দেবশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী তৃণমূলে ভাঙন রুখতে ব্যর্থ হচ্ছেন। তাই তিনি কাটমানির বিরুদ্ধে সরব হতেই দলে ভাঙন শুরু হয়েছে বলে দেশবাসীকে কৌশলে বোঝানোর চেষ্টা করছেন।’’

আজ, রবিবার দেবশ্রী ডালখোলাতেও এইসব সমস্যা শুনবেন সাধারণ মানুষের কাছ থেকে। বিজেপির ডালখোলা টাউন কমিটির পর্যবেক্ষক জগদীশ চন্দ্র কুণ্ডু বলেন, ‘‘এলাকার মানুষের কী দাবি রয়েছে তা মন্ত্রী শুনে লিপিবদ্ধ করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement