Death

Dead Body: দুঃশাসনের রহস্যমৃত্যু, জলপাইগুড়িতে বন্ধঘর থেকে দিন কয়েক পর পাওয়া গেল দেহ

বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের দেশবন্ধু‌পাড়ার দিশারি মোড় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২০:১৪
Share:

বদ্ধ ঘর থেকে মিলল যুবকের মৃতদেহ। প্রতীকী চিত্র।

বেশ কয়েক দিন ধরে বন্ধ থাকা ঘরের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের দেশবন্ধু‌পাড়ার দিশারি মোড় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দুঃশাসন বারিক (৩৪)। দুঃশাসন আদতে ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে তিনি থাকতেন জলপাইগুড়িতে। দুঃশাসনের সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, গত কয়েক‌ দিন ধরে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করতেও পারা যায়নি বলে জানিয়েছেন মৃতের সহকর্মীরা। ঘরের দরজাও ভিতর থেকে কয়েক দিন বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে দুঃশাসনের দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

দুঃশাসন জলপাইগুড়ির রানিনগর এলাকায় একটি বহুজাতিক নরম পানীয় সংস্থার কর্মী ছিলেন। অতিরিক্ত মদ‍্যপানের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement