CRPF Jawan

কাশ্মীরে আহত সিআরপিএফ জওয়ানের মৃত্যু, ধূপগুড়ির বাড়িতে শোকের ছায়া

কাশ্মীরের লাওয়াপুরাতে গত ২৫ মার্চ শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর টহলদারি চালানোর সময় সিআরপিএফ-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়নের উপর হামলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১১:২১
Share:

জগন্নাথ রায়। নিজস্ব চিত্র।

কাশ্মীরের লাওয়াপুরাতে গত ২৫ মার্চ শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর টহলদারি চালানোর সময় সিআরপিএফ-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়নের উপর হামলা হয়। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জওয়ানের এবং ৩ জন জওয়ান গুরুতর আহত হয়েছিল। আহত জওয়ানদের মধ্যে এক জন ছিলেন এ রাজ্যের বাসিন্দা। নাম জগন্নাথ রায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামে বাড়ি তাঁর। আহত জগন্নাথে মারা গিয়েছেন সোমবার সন্ধ্যায়। রাতে তাঁর মৃত্যুর খবর জানানো হয় পরিবারের লোকেদের। তার পরই ধূপগুড়ির ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জওয়ানের বাড়িতে উঠেছে কান্নার রোল।

Advertisement

আহত হওয়ার কথা জানতে পারার পর শনিবার মৃত জওয়ানের দাদা, শ্যালক-সহ পরিবারের তিন সদস্য হাসপাতালে গিয়েছিলেন। তখন তাঁরা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন আহত জগন্নাথ। তাই তাঁর অবস্থা নিয়ে যখন বাড়ির লোক আশায় বুক বাঁধছিলেন, তখন মৃত্যুর খবর কিছুটা বজ্রাঘাতের মতোই নেমে এসেছে পরিবারে। জগন্নাথের বাবা মারা গিয়েছেন আগেই। তবে তাঁর ষাটোর্ধ্ব মা রয়েছেন। দাদা, বউদি, ভাইপো, স্ত্রী এবং এক পুত্র সন্তানও রয়েছেন জগন্নাথের।

জগন্নাথের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ি গিয়েছিলেন ধূপগুড়ির বিদায়ী বিধায়ক তথা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি রায় এবং বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement