মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে তৃণমূলে যোগ আবুল কালাম আজাদের।
দলবদলের জেরে কোচবিহারের দিনহাটা ব্লকের একমাত্র জয়ী পঞ্চায়েত সদস্যও হারাল বামেরা। পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেছেন দিনহাটার সাহেবগঞ্জ পঞ্চায়েতের সদস্য আবুল কালাম আজাদ। তাঁর উপর চাপ তৈরি করে দলবদল করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। তবে তৃণমূলের দাবি, জয়ী সদস্য নিজেই দলবদলের প্রস্তাব পাঠিয়েছিলেন।
শনিবার দিনহাটায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন আবুল কালাম আজাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুল আগে তৃণমূলেই ছিলেন। পঞ্চায়েত ভোটের আগে তিনি যোগ দেন সিপিএমে। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আমি এক সময় সিপিএম করতাম। পরবর্তীতে তৃণমূলে যোগ দিই। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমে যোগ দিয়েছিলাম। কিন্তু সিপিএমে থেকে কাজ করার সুযোগ নেই। তাই আবার তৃণমূলে যোগ দিলাম।’’
সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, ‘‘আবুল কালাম আজাদ এক সময় সিপিএমের কর্মী ছিলেন। এলাকা বিরোধীশূন্য করতে তাঁর উপর চাপ সৃষ্টি করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করানো হয়েছে।’’
এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘কোন কারণে আবুল কালাম আজাদ সিপিএমের প্রার্থী হয়েছিলেন। গোটা ব্লকে বামফ্রন্টের পক্ষ থেকে শুধুমাত্র তিনিই জয়ী হয়েছেন। তিনি মনে করেছেন, তিনি একা থেকে কী করবেন? তাই তিনি নিজেই যোগাযোগ করেছিলেন এবং আবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।’’