উদয়ন গুহ।
কমল গুহ-জ্যোতি বসুর পরে, এ বার নিয়োগ দুর্নীতি নিয়ে কোচবিহারের ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুরকে বিঁধলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুরকে আক্রমণ করে উদয়ন বলেন, ‘‘৮৭ সালে উনি কী করে চাকরি পেয়েছিলেন? থার্ড ডিভিশনে পাস করে শিক্ষকের চাকরি হয়েছে। সে সময় ওই ঝাঁকে অনেক কই ভেসে গিয়েছে।’’ ফরওয়ার্ড ব্লক অবশ্য উদয়নের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘‘ইডি-সিবিআইয়ের আতঙ্কে রয়েছে তৃণমূল। সে জন্য প্রলাপ বকছে।’’
রবিবার দিনহাটা পাঁচ মাথার মোড়ে তৃণমূলের এক সভায় নিয়োগ-দুর্নীতির নিয়ে স্থানীয় বাম নেতাদের নিশানা করেন বিধায়ক। সেখানে আর এক ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফের ভাইয়ের চাকরিও দলের সুপারিশে হয়েছিল বলে দাবি করেন তিনি। মন্ত্রীর কথায়, ‘‘আমার বাবার চাকরি দেওয়ার জন্য যদি বদনাম হয়ে থাকে, তা হলে ছেলেকে দেওয়ার জন্য হয়নি। নাতিকে দেওয়ার জন্য হয়নি। কারও কাছ থেকে টাকা নেওয়ার জন্য হয়নি। যদি বাবার বদনাম হয়ে থাকে, তা হলে অক্ষয় ঠাকুরকে চাকরি দেওয়ার জন্য হয়েছে। আব্দুর রউফের ভাইকে চাকরি দেওয়ার জন্য হয়েছে।’’
গত শনিবার উদয়ন দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ‘কোটায়’ ডাক্তারিতে সুযোগ পেয়েছিলেন দিনহাটার এক বাম নেতার ছেলে। দলের স্বার্থে নিয়োগে যোগ্যদের বঞ্চনার অভিযোগে তাঁর বাবা প্রয়াত কমল গুহের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন আগেই। এ দিন ফের তিনি বলেছেন, ‘‘তৃণমূল আমলে যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয় সেটা যদি অন্যায় হয়, দুর্নীতি হয়, তা হলে বাম আমলেও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। সেটাও দুর্নীতি।’’ প্রয়াত এক সিপিএম নেতার স্ত্রীর চাকরির বৈধতা নিয়েও অভিযোগ তোলেন উদয়ন। জবাবে অক্ষয় ঠাকুরের বক্তব্য, ‘‘তৃণমুল নিজেদের দুর্নীতি ঢাকার জন্যে ভিত্তিহীন কথা বলছে। এ সব প্রলাপ।’’ অভিযোগে নাম জড়ানো ফরওয়ার্ড ব্লকের আর এক নেতা আব্দুর রউফের বক্তব্য, ‘‘আমার ভাই হাট শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তিন বছর পরে বিপণন বোর্ড তাঁদের চাকরি পাকা করে। কারও সুপারিশের প্রয়োজন হয়নি। এ সব আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।’’
এ দিন স্বজনপোষণের অভিযোগে কংগ্রেসকেও বিঁধতে ছাড়েননি উদয়ন। নিযোগ-দুর্নীতি নিয়ে কংগ্রেস আমলের মন্ত্রী ফজলে হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক। ‘‘যে দুর্নীতিগ্রস্ত, সেই এক মাত্র জানেন কারা দুর্নীতিতে যুক্ত। তাই উদয়ন নিজের বাবার সঙ্গে বিরোধী দলের নেতা হিসেবে আমার নামও জড়িয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে’’, পাল্টা দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীও। এ দিকে, প্রয়াত বাম নেতার ছেলে দাবি করেন, চাকরি পাওয়ার আট বছর পরে তাঁর মায়ের বিয়ে হয়। তাঁর কথায়, ‘‘উদয়ন গুহ ব্যস্ত মানুষ। তাই ঠিক তথ্য দিতে পারেননি।’’