Death

গাছে যুগলের ঝুলন্ত দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েনে আত্মহত্যা?

রবিবার সকালে ঝাকুয়াপাড়ার বাসিন্দারা দেখতে পান, গ্রামের একটি গাছে এক পুরুষ এবং এক মহিলার দেহ ঝুলছে। এর পর তাঁরা পুলিশে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৩:০০
Share:

প্রতীকী ছবি।

গাছে মিলল যুগলের ঝুলন্ত দেহ। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া এলাকার ঝাকুয়াপাড়ায়। রবিবার যুগলের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

রবিবার সকালে ঝাকুয়াপাড়ার বাসিন্দারা দেখতে পান, গ্রামের একটি গাছে এক পুরুষ এবং এক মহিলার দেহ ঝুলছে। এর পর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই পুরুষ এবং নারী আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাকুয়াপাড়ার বাসিন্দা ক্ষীরমল রায়ের সঙ্গে রাজগঞ্জের সরকার পাড়ার বাসিন্দা জয়শ্রী রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা দু’জনেই বিবাহিত। দু’জনেরই সন্তানসন্ততি রয়েছে। কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপড়েনেই দু’জন আত্মহত্যা করে থাকতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement