Maldah

যাত্রিবাহী গাড়ি করেই মালদহ থেকে বাংলাদেশে পাচার হত কাশির ওষুধ!

সাধারণত পুলিশের চোখে ধুলো দিতেই ওই কাশির সিরাপ পাচারের জন্য যাত্রিবাহী গাড়ি ব্যবহার করা হত।

Advertisement

নিজস্ব সংবাদাতা

মালদহ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৭:১৯
Share:

সাধারণত পুলিশের চোখে ধুলো দিতেই ওই কাশির সিরাপ পাচারের জন্য যাত্রিবাহী গাড়ি ব্যবহার করা হত। নিজস্ব চিত্র

যাত্রিবাহী গাড়িতেই চলছিল কাশির সিরাপ পাচার। দীর্ঘ দিন ধরেই চলছিল এই চক্র। শেষে মালদহের কালিয়াচকের একটি আমবাগান থেকে প্রায আাই হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার হওয়ার পরেই বিষয়টি প্রাথমিক ভাবে নজরে পড়ে পুলিশের। তদন্তে জানা যায়, চক্রটি হবিবপুর থেকে কালিয়াচক পর্যন্ত জাল বিছিয়েছে। ওই চক্রের এক পাণ্ডা গ্রেফতার হলেও আরও কয়েক জনের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেযে, কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের নতুন শ্রীরামপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে উদ্ধার হয় কাশির সিরাপের বোতলগুলি। গ্রেফতার করা হয় হারুন শেখ নামে এক ব্যক্তিকে। কালিয়াচক থানার সাব ইনস্পেক্টর অভিষেক তালুকদার বলেন, ‘‘ওখান থেকে একটি মোটরবাইকও উদ্ধার হযেছে। বিষয়টিতে আরও কয়েক জন যুক্ত থাকতে পারে বলে আমাদের অনুমান। ঘটনার তদন্ত চলছে।’’

উদ্ধারকার্য শেষ হওয়ার পর আরও খোঁজ করতে আসল তথ্য সামনে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কাশির সিরাপ পাচার চক্রের সঙ্গে কালিয়াচক, হবিবপুর ও গোলাপগঞ্জ এলাকার অন্তত চার জন যুক্ত রয়েছে। রাজ্য ও দেশের বিভিন্ন জায়গা থেকে কাশির সিরাপের বোতলগুলি প্রথমে আনা হত হবিবপুরে। পরে যাত্রিবাহী গাড়ি করে সেই সেগুলি পাঠিয়ে দেওয়া হত কালিয়াচকে। সুযোগ বুঝে সেগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করা হত বলেও জানতে পেরেছে পুলিশ।

Advertisement

সাধারণত পুলিশের চোখে ধুলো দিতেই ওই কাশির সিরাপ পাচারের জন্য যাত্রিবাহী গাড়ি ব্যবহার করা হত। এক একটি প্যাকেটে ৫০টি করে বোতল রাখা হয়। একটি খাপে থাকে ১০টি করে প্যাকেট। একটি যাত্রিবাহী গাড়ি করে অনায়াসে আড়াই হাজার শিশি কাফ সিরাপ এক বারে পাচার করে দেওয়া সম্ভব বলেও তদন্তে জানতে পেরেছে পুলিশ।

মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ওই কাশির সিরাপ মাদকাসক্তরা নেশা করার জন্যই সাধারণত ব্যবহার করে থাকে। বাংলাদেশে এটি পাচারের যথেষ্ট ইতিহাস রয়েছে। কী ভাবে এই কাশির সিরাপ পাচারের চক্র কাজ করে, তা নিয়ে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে।’’

আরও পড়ুন: ভোররাতে হানা দিয়ে পাচারকারীদের কাছ থেকে ১৪ কুইন্টাল কাঠ উদ্ধার

আরও পড়ুন: করোনা পরবর্তী উপসর্গে মৃত মালদহের সরকারি চিকিৎসক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement