শিলিগুড়ি: আক্রান্ত ৯৮৪ মৃত্যু ৩৪

অলিগলিতেই নিয়মভঙ্গ

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জলপাইমোড়, ঝংকার মোড়, গাঁধী মোড়, জংশনের মোড়ের আগের এলাকায় পুলিশের চেকিং দেখা যায়নি বলে অভিযোগ।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৪:৪৬
Share:

অনিয়ম: ভিড় ফুলেশ্বরী বাজারে। ছবি: বিনোদ দাস

শিলিগুড়ি শহরে পূর্ণ লকডাউনের কড়া নির্দেশ রয়েছে। কিন্তু পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন, শুক্রবারের ছবিটা দেখে শহরবাসীর অনেকেই বলছেন—হিলকার্ট রোড, সেবক রোড, বিধানরোড, স্টেশন ফিডার রোডের মতো হাতে গোনা ৪-৫ টা প্রধান রাস্তা ও মোড়ে শুধুমাত্র লকডাউন হচ্ছে। শহরের অলিগলিতে, ভিতরে ছবিটা অন্যরকম বলেই দাবি তাঁদের। শহরবাসীর একটি বড় অংশ মনে করেন প্রতিটি ওয়ার্ডের রাস্তা, অলিগলিতে দিনে অন্তত একবার পুলিশের নজরদারি ভ্যান প্রয়োজন। তা না হওয়ায় বিভিন্ন পাড়া, এলাকার ভিতরে মাস্ক ছাড়া ঘোরাঘুরি, আড্ডা সবই চলছে বলে অভিযোগ।

Advertisement

পুলিশের নজরদারির উদাসীনতায় দিনে দুপুরে স্টেশন ফিডার রোডের মত জায়গায় ক্রিকেট ম্যাচও চলছে রোজ। বাসিন্দাদের অভিযোগ, একদল পুলিশ শুধুমাত্র থানা মোড়ে দাঁড়িয়ে দিনভর চেকিং করছে। আর তার থেকে কয়েকশো মিটার দূরে একটি প্রাথমিক স্কুলের মাঠে রোজ নিয়ম করে খেলাধূলা চলছে। ২৮, ৪, ৫, ৩৯, ৪৬-এর মত সংক্রমিত বহু ওয়ার্ডে পুলিশের নজরদারি থাকলেও অধিকাংশ ওয়ার্ডের ভিতরে তা হচ্ছে না বলে অভিযোগ। খালপাড়া, নয়াবাজার, ক্ষুদিরামপল্লি, গেটবাজার, হাকিমপাড়া, আশ্রমপাড়া, পাঞ্জাবীপাড়া, চয়নপাডা, ফুলেশ্বরী, দাগাপুর, সুভাষপল্লি, পূর্ব বিবেকানন্দপল্লি, দেশবন্ধুপাড়়ার মতো এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। একই ছবি নবগ্রাম, ডাঙিপাড়ার একাংশ, বিবেকানন্দ রোড, জংশন, প্রধাননগর, মাল্লাগুড়ি মত বহু এলাকায়। গাড়ি, মোটরবাইকের সঙ্গে দেদার রিকশা, টোটো চলছে বলে অভিযোগ। একটু বেলা গড়াতেই ডাবগ্রাম, বাঘাযতীন পার্ক, হিলকার্ট রোড, কলেজ মাঠের বিভিন্ন দিকে বাইক, স্কুটিতে এসে আড্ডা জমছে। খবর পেয়ে কোথাও কোথাও পুলিশ গেলেও অনেক জায়গা বাদ থেকে যাচ্ছে বলে অভিযোগ।

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জলপাইমোড়, ঝংকার মোড়, গাঁধী মোড়, জংশনের মোড়ের আগের এলাকায় পুলিশের চেকিং দেখা যায়নি বলে অভিযোগ। অনেককেই গাড়ি, টোটো নিয়ে বেরোতে দেখা গিয়েছে। জলপাইমোড়ে লুকিয়ে বাজারও বসেছে বলে অভিযোগ। চেকপোস্ট বাদ দিয়ে গোটা সেবক রোড, শালুগাড়ার দু’পাশের ওয়ার্ডগুলিতে বেশ কিছু জায়গায় লকডাউন চলছে বলে মনেই হয়নি। শিলিগুড়ি পুলিশের এক কর্তা জানান, ধরপাকড় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। অলিগলিতে বাড়তি নজর দেওয়া হবে। তবে কর্তারা বারবার বলছেন, নাগরিকরা সচেতন না হলে এই লড়াই আরও মুশকিল হয়ে পড়বে।

Advertisement

ওষুধ বাজার বা খালপাড়া- নয়া বাজারের ব্যবসায়ীদের একাংশ স্বাস্থ্য বিধি ভাঙছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষুদিরামপল্লির ওষুধ বাজারে ঠেলাঠেলি করা ভিড়, দোকান ভর্তি কর্মীদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। প্রশাসনের একাংশের তরফে বাজারটি বন্ধের সুপারিশ হয়। কিন্তু ওষুধের কথা ভেবে রাস্তায় নিরাপত্তারক্ষী, ভিড় না করার মতো সিদ্ধান্ত নিয়ে আপাতত বাজার চলবে বলে ঠিক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement