North Bengal Medical College

পরীক্ষা করাতে দ্বিগুণ জমায়েত

কারা আসছেন লালারস পরীক্ষা করাতে? হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উপসর্গ যুক্ত ব্যক্তিরাই বেশি আসছেন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু 

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৫:০৯
Share:

উৎসাহ: কেক কাঁটলেন উত্তরবঙ্গ মেডিক্যালের কোভিড কিয়স্কের স্বাস্থ্যকর্মী টেকনোলজিস্টরা। নিজস্ব চিত্র

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কোভিড কিয়স্কে লালারস পরীক্ষা করানোর ভিড় বাড়ছে। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, সেপ্টেম্বরেও যেখানে দৈনিক ৭০-৮০ জন আসতেন লালারস পরীক্ষা করাতে, সেখানে এখন পরীক্ষা করাতে আসার লোকের দৈনিক গড় সংখ্যা দাঁড়িয়েছে ১৫০-এ। অর্থাৎ, আগের প্রায় দ্বিগুণ। উত্তরবঙ্গ মেডিক্যালের ভাইরোলজি ল্যাবরেটরি কর্তৃপক্ষও বিষয়টি নজরে রাখছেন। উত্তরবঙ্গ মেডিক্যালে কোভিডের দায়িত্বে থাকা আধিকারিক শান্তনু হাজরা বলেন, ‘‘কিয়স্কে নমুনা সংগ্রহের পরিমাণ গত এক সপ্তাহ ধরে অনেকটাই বেড়েছে। ১৫০ মতো নমুনা সংগ্রহ হচ্ছে রোজ। আগে দৈনিক ৭০-৮০ টির মতো নমুনা সংগ্রহ হচ্ছিল।’’

Advertisement

কারা আসছেন লালারস পরীক্ষা করাতে? হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উপসর্গ যুক্ত ব্যক্তিরাই বেশি আসছেন। ভাইরাল জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ রয়েছে অনেকেরই। প্রধানত চিকিৎসকদের পরামর্শেই এসেছেন তাঁরা। আবার অনেকে কোভিড উপসর্গ থাকায় স্ক্রিনিং পরীক্ষা করাতে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক জন বাইরে কাজ করতে যাবেন বলে কোভিড নেগেটিভ ছাড়পত্রের জন্য আসছেন।

কোন এলাকা থেকে বেশি আসছেন? মেডিক্যালের কিয়স্কে বেশিরভাগই আসছেন শিলিগুড়ি বা আশেপাশের বিভিন্ন ব্লক এবং লাগোয়া জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম, ফুলবাড়ি এলাকা থেকে। শুধু এই কিয়স্কে বেশি ভিড় হচ্ছে, তাই নয়। নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া, শিলিগুড়ি পুরসভার তরফে যে সব আর্বান হেল্থ সেন্টারে কিয়স্ক করা হয়েছে, সেগুলিতেও নমুনা সংগ্রহ বেড়েছে। তেমনি কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং জেলা হাসপাতালের কিয়স্কেও নমুনা সংগ্রহ বেড়েছে, খবর ভিআরডিএল সূত্রে। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল অবশ্য জানান, তাঁদের এখানে আগে প্রতিদিন গড়ে ৫০টির মতো নমুনা সংগ্রহ হত। এখনও তেমনই রয়েছে।

Advertisement

কোন বয়সের রোগী বেশি আসছেন লালারস পরীক্ষা করাতে? ভিআরডিএল সূত্রে খবর, বেশি আসছেন মাঝ বয়সী এবং বয়স্ক রোগীরা। কম বয়সীদের সংখ্যা বেশি নয়। হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, ‘‘কিয়স্কে আগের চেয়ে বেশি সন্দেহভাজন রোগী পরীক্ষা করাতে আসছে।’’

পরীক্ষা করাতে ভিড় বাড়ছে কেন? উত্তরবঙ্গ মেডিক্যালের ভাইরোলজি ল্যাবের দ্বায়িত্বে থাকা অরুণাভ সরকার বলেন, ‘‘একেই পুজোর বাজারে মানুষ বিধিনিষেধ মানেনি। তার জের এখন রোগী এবং লালারস পরীক্ষা করাতে ভিড় বাড়ছে। তার উপর হাইকোর্টের বিধিনিষেধ সত্ত্বেও নবমী এবং বিসর্জনে লোকজন যে ভাবে ভিড় করেছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। তার জের লক্ষ্মীপুজোর পর থেকে বোঝা যাবে।’’

অতিরিক্ত মাত্রায় লালারসের নমুনা পরীক্ষার পরিকাঠামো কি রয়েছে? ভিআরডিএল কর্তৃপক্ষের দাবি, পরিকাঠামো অনেকটাই রয়েছে। রোজ দু’হাজারের মতো নমুনা পরীক্ষা হচ্ছে। এদিনই রাজ্যের মধ্যে প্রথম উত্তরবঙ্গ মেডিক্যালের ল্যাবরেটরি দু’লক্ষ নমুনা পরীক্ষার রেকর্ড ছুঁল। এই হাসপাতালের কিয়স্কে নমুনা সংগ্রহ ১০ হাজার পেরিয়ে যাওয়ার রেকর্ডও এদিন হয়েছে। কর্তৃপক্ষ জানান, ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামে একটি অত্যাধুনিক যন্ত্রও শীঘ্রই আসার কথা। তাতে রোজ ৪ হাজার নমুনা পরীক্ষা সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement