CPM

আক্রান্ত বিজেপি নেত্রী, পাশে রেড ভলান্টিয়ার্স

গেরুয়া শিবিরের নেতাদের মাঠে নেমে কাজ করতে দেখা যাচ্ছে না বলে দলের অন্দরেই অভিযোগ।

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ০৮:১১
Share:

প্রতীকী ছবি।

করোনা আক্রান্ত বিজেপিকে নেত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা ওই নেত্রী সাহায্য চান এক পড়শি যবকের কাছে। তিনি সিপিএম কর্মী। রেড ভলান্টিয়ার্সের সদস্য ডেকে আনেন তিনি। রেড ভলান্টিয়ার্স এবং সিপিএম লেখা ব্যাজ বুকে ঝোলানো যুবকদের সাহায্য নিতে অরাজি হননি বিজেপি নেত্রীও। রেল ভলান্টিয়ার্সের সদস্যরা তাঁকে একটি নার্সিংহোমে নিয়ে যান। তিনি তো মহিলা বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী। তাঁর দলের কর্মীরা কোথায়? নেত্রীর উত্তর, “কাউকে দেখছি না তো।”

Advertisement

ভোটে বিপর্যয়ের পর তাবড় সিপিএম নেতাদের অনেকেই বাড়িতে ঢুকে গেলেও, রেড ভলান্টিয়ার্সের সদস্যদের স্যানিটাইজ়ার ছেটাতে বা আক্রান্তদের খাবার সহ নানা সাহায্য করতে দেখা যায়। যদিও তৃণমূল ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার ও ওষুধ পৌঁছে দিতে শুরু করেছে। কিন্তু গেরুয়া শিবিরের নেতাদের মাঠে নেমে কাজ করতে দেখা যাচ্ছে না বলে দলের অন্দরেই অভিযোগ।

বিজেপি নেত্রীর মন্তব্য, “আমি যে পাড়ায় থাকি, সেখানে সকলেই সকলকে সাহায্য করে। কেউ রাজনীতি দেখে না।” ডিওয়াইএফের জেলা কমিটির সদস্য দীপশুভ্র সান্যাল বলেন, “করোনা আক্রান্ত বিজেপির নেত্রী হলেও সেটি আমাদের কাছে কোনও পরিচয় নয়। তিনি একজন আক্রান্ত এবং এই মুহূর্তে তাঁর সাহায্য প্রয়োজন সেটাই বড় কথা।”

Advertisement

বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement