Market Price

কিছুই হচ্ছে না টাস্ক ফোর্সের অভিযানে, বক্তব্য ক্রেতাদের

ক্রেতাদের অভিযোগ, বাজারে যেটুকু সময় অফিসাররা ছিলেন সে সময় টুকুতেই দাম কিছুটা কম ছিল। অফিসাররা বাজার থেকে বেরোতেই ফের অগ্নিমূল্য।

Advertisement

নীতেশ বর্মণ

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৯:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

টাস্ক ফোর্স বাজার থেকে ফিরতেই দাম বাড়ল আলু, পেঁয়াজ এবং অন্যান্য আনাজের। এমন অভিযানকে ‘লোক দেখানো’ বলে তোপ দাগলেন ক্রেতারা। সোমবার শিলিগুড়ি শহরের বিধান মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান হল। এ দিন প্রথমে চম্পাসারি পাইকারি বাজারে ঘুরে দাম শুনে নেন টাস্ক ফোর্সের অফিসাররা। পরে বিধান মার্কেটের খুচরো আনাজ বাজারে যান। অভিযোগ, সেখানে বিক্রেতাদের অনেকে পাইকারি দামের রসিদ দেখাতে পারেনি। কারও বিরুদ্ধে বেশি লাভ রেখে বিক্রির অভিযোগ উঠেছে। অফিসাররা লাভ কম রেখে বিক্রির নির্দেশ দেন। কিন্তু তাতে কোনও কাজই হয়নি বলে অভিযোগ।

Advertisement

ক্রেতাদের অভিযোগ, বাজারে যেটুকু সময় অফিসাররা ছিলেন সে সময় টুকুতেই দাম কিছুটা কম ছিল। অফিসাররা বাজার থেকে বেরোতেই ফের অগ্নিমূল্য। কিন্তু টাস্ক ফোর্সের তরফে জরিমানা করা কিংবা আইনি ব্যবস্থা কিছুই নেওয়া হয়নি বলে অভিযোগ। বাজারেই এক ব্যক্তি নিয়ন্ত্রিত বাজারের সচিবকে সেই অভিযোগ জানান। এক বিক্রেতা বলেন, ‘‘লোক দেখানো অভিযান করে কি দাম কমানো যায়? জরিমানা কিংবা আইনি ব্যবস্থা না নেওয়া হলে দাম তো বাড়বেই।’’ নিয়ন্ত্রিত বাজারের সচিব অনুপম মৈত্রের দাবি, জরিমানা কিংবা আইনি পদক্ষেপের পরিস্থিতি হলে তাঁরা সেই ব্যবস্থা নিতে পারেবেন। সে রকম পরিস্থিতি তৈরি হয়নি। মজুত রেখে বিক্রি কিংবা মাত্রাতিরিক্ত লাভ রেখে বিক্রি হলে তার ব্যবস্থা নেওয়া যেত বলে দাবি। অভিযোগ, বিধান মার্কেটে পুরনো আলু ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। টাস্ক ফোর্সের অফিসারেরা এক বিক্রেতাকে ৩০ টাকা কেজি নেওয়ার কথা বললে ওই বিক্রেতা নানা যুক্তি দেখান। পরে অফিসাররা ফিরে যান সেখান থেকে। অনেক ক্রেতার প্রশ্ন, তা হলে টাস্ক ফোর্সের অভিযানের গুরুত্ব কি? নিয়ন্ত্রিত বাজারের সচিব বলেন, ‘‘পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে। নতুন আলু উঠলে দাম কমবে। আমরা মাঝে মাঝেই অভিযান করছি।’’

ভিন্ রাজ্যে আলু পাঠানো আটকাতে পদক্ষেপের নির্দেশে দিয়েছে প্রশাসন। কিন্তু হিমঘরেই এখন তেমন আলু নেই বলে দাবি। ব্যবসায়ীদের দাবি, ৬-৭ শতাংশ আলু বিভিন্ন হিমঘরে রয়েছে। তার বেশিরভাগ বীজের জন্য। কিন্তু এত মজুত আলু হঠাৎ গেল কোথায়? ব্যবসায়ীরা দাবি করছেন, প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবে আলু বাংলাদেশ ও প্রতিবেশী রাজ্যেও গিয়েছে। তাতেই ঊর্ধ্বমুখী দাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement