বাগানে অস্বস্তি

প্রতারণায় অভিযুক্ত কর্তৃপক্ষ

তরাই-এর বন্ধ ত্রিহানা বাগান মালিকের বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করলেন দুই চা শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে নকশালবাড়ি থানায় বাগানের দুই শ্রমিক ওই অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছেন, ত্রিহানার জাবরা ডিভিশনের শীতল কুজুর এবং শশী ওঁরাও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নকশালবাড়ি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০২:১৬
Share:

তরাই-এর বন্ধ ত্রিহানা বাগান মালিকের বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করলেন দুই চা শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে নকশালবাড়ি থানায় বাগানের দুই শ্রমিক ওই অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছেন, ত্রিহানার জাবরা ডিভিশনের শীতল কুজুর এবং শশী ওঁরাও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। দুই শ্রমিকের অভিযোগ, পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া থাকলেও এক সপ্তাহের মজুরি দিয়ে বাগান ছেড়েছেন কর্তৃপক্ষ। গত এক বছর ধরে সঠিকভাবে রেশন দেওয়া হয়নি। পিএফ, গ্রাইচুইটি টাকা বকেয়া থাকছে। পাশাপাশি, বাগান ছাড়ার আগে জ্বালানি কাঠের কথা বলে লক্ষাধিক টাকা শেডট্রি মালিকপক্ষ বিক্রি করে দিয়েছেন। দীঘর্দিন ধরে বাগানে চাকরি করার পর এই পরিস্থিতিতে তাঁরা বিপাকে পড়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন। দুই শ্রমিকের বক্তব্য, ‘‘আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মজুরি, রেশন না দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযোগ জমা নিলেও এখনও মালিকের বিরুদ্ধে প্রতারণায় ধারায় মামলা করেনি পুলিশ। তদন্তের নির্দেশ দিয়েছেন দার্জিলিঙের পুলিশ সুপার অমিত জাভালগি। পুলিশ সুপার বলেন, ‘‘বিষয়টির মধ্যে চা আইনের মালিক-কর্মীর সম্পর্ক রয়েছে। তাই আমরা তদন্ত করব। যদি দেখা যায়, শ্রমিকদের নায্য পাওয়া ইচ্ছা করে দেওয়া হয়নি। তাহলে তা চুক্তিভঙ্গের সামিল হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতারণার মামলা করা হবে।’’ ত্রিহানা মালিক বা কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য অভিযোগ প্রসঙ্গে জানা যায়নি। বাগানটি টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সদস্য। সংগঠনের তরাই-র সচিব সুমিত ঘোষ বলেছেন, ‘‘মালিকপক্ষের বক্তব্য জানাটাও জরুরি। তাই পুলিশে অভিযোগ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে পারব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement