Mamata Banerjee

মাস্ক পরুন: মমতা

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ মাস্ক ছাড়া থাকলে তাতে এটা দিতে হবে। আবার অনেকে দিলেও পরছে না। এটা বদল করতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০২:৩৭
Share:

সূচনা: রাস্তা তৈরির কাজের সূচনা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়। ছবি: স্বরূপ সরকার

করোনা মোকাবিলায় মাস্ক না পরার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে শাখা সচিবালয় উত্তরকন্যা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে ফুলবাড়িতে রাজ্যের রাস্তা সংস্কারের পথশ্রী প্রকল্পের সূচনা করে যান। সেখানেই শিলিগুড়িকে কেন্দ্র করে করোনার চিকিৎসা থেকে সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থার কথা বলেন। সেই কথার ফাঁকেই মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘মাস্ক পরার প্রবণতাটা কম মনে হচ্ছে। শিলিগুড়়িতে বিমানবন্দর থেকে আসার সময় এটা খেয়াল করছি। এই অভ্যাসটা বদল করতে হবে। নিজেদের যত্ন নিতে হবে। সুস্থ থাকতে গেলে মাস্ক পরতে হবেই।"

Advertisement

এদিন সভায় মুখ্যমন্ত্রী প্রথমে পুলিশকে কোভিড নিয়ে আরও প্রচার এবং মাস্ক বিলির নির্দেশ দেন। তার পরে জেলাশাসক, বিডিওদের গাড়িতে ভাল সংখ্যক মাস্ক রাখা এবং বিলি করার কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ মাস্ক ছাড়া থাকলে তাতে এটা দিতে হবে। আবার অনেকে দিলেও পরছে না। এটা বদল করতে হবে।’’ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বা তাঁর দেহরক্ষীদের সঙ্গে তাঁর দূরত্ব, বসা— সব উদাহরণ দিয়ে দূরত্ব বিধি বোঝান। তিনি বলেন, ‘‘মেলামেশা কম করুন। খুব সাবধানে যত্ন নিয়ে সবাইকে চলতে হবে।’’

মুখ্যমন্ত্রীর আশঙ্কা যে অমূলক নয়, তা শিলিগুড়িতে ঘুরলেই দেখা যাচ্ছে। রিকশা-টোটোর বেশিরভাগ চালক মাস্ক পরছেন না। পরলেও গলায়, থুতনিতে ঝুলছে। একই ছবি বাজারগুলিতেও। পুলিশের মাস্ক বিলিও বন্ধ বলে দাবি। বুধবার অবধি দার্জিলিঙে আক্রান্তের সংখ্যা ৭৯৮৮ জন। কালিম্পঙে ৯৭৫ জন। এর মধ্যে শিলিগুড়িতেই আক্রান্ত ৭ হাজারের কাছাকাছি। প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘এগুলি জানতে পেরেই মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement