ভোটার তালিকা নিয়ে কথা আজ

গত ১৬ ডিসেম্বর রাজ্যের সব জেলাতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল।

Advertisement

অনির্বাণ রায় 

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৯
Share:

প্রতীকী ছবি

ভোটার তালিকা নিয়ে উত্তরের জেলা প্রশাসনের আধিকারিকদের ‘পড়া ধরতে’ জলপাইগুড়িতে আজ, বুধবার আসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। উত্তরবঙ্গের পাঁচ জলার আধিকারিকদের নিয়ে বুধবার বৈঠক হবে জলপাইগুড়িতে। গত ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় ‘বিশেষ পরিমার্জনে’র কাজ চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা ধরেই রাজ্যে পুরভোট হওয়ার কথা। তার আগে তালিকা তৈরির কাজে ‘সব ঠিক আছে কিনা’ খতিয়ে দেখতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠক করবেন বলে খবর। জলপাইগুড়ি ছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

Advertisement

গত ১৬ ডিসেম্বর রাজ্যের সব জেলাতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। খসড়া প্রকাশের পরে শুরু হয় বিশেষ পরিমার্জন তথা স্পেশ্যাল রোল রিভিশন। ভোটার তালিকায় নতুন নাম তোলা, অভিযোগ-আপত্তি, নাম বা ঠিকানা সংশোধন, নাম স্থানান্তর ইত্যাদি কাজ চলতে থাকে। প্রতি বুথে বুথে সরকারি কর্মীরা বসে আবেদন জমা নিয়েছেন। এনআরসি বা নয়া নাগরিক আইন নিয়ে প্রতিবাদে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাসিন্দাদের নাম তোলা বা সংশোধনের কাজ করে নিতে আহ্বান করেছিলেন। গত ১৫ জানুয়ারি পরিমার্জনের শেষ দিন ছিল। প্রশাসন সূত্রের খবর, সব জেলাতেই রাশি রাশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে অনেক আবেদনই গ্রহণ হয়নি বলে একটি সূত্রের দাবি। এ দিনের বৈঠকে উত্তরের পাঁচ জেলার জেলাশাসক-সহ নির্বাচন আধিকারিকদের থাকতে বলা হয়েছে।

কী হতে পারে বৈঠকে? ভোটার তালিকায় সংশোধনের কাজের প্রতি পর্যায়েই প্রশাসনের থেকে তথ্য নিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটার তালিকার কাজে সব ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে কমিশন। কত নাম তালিকা থেকে বাদ পড়ল, কেন বাদ পড়ল, সব নথি খতিয়ে দেখে বাদ দেওয়া হয়েছে কিনা তা জানতে চাইতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আবার সব নথি খতিয়ে দেখে নাম ভোটার তালিকায় তোলা হয়েছে কিনা, তা দেখতে কোনও নমুনাও পরীক্ষা করে দেখতে পারেন কমিশনের প্রতিনিধিরা। সে কারণেই ভোটার তালিকার কাজ করা প্রশাসনের সব আধিকারিকই ডাকা হয়েছে।

Advertisement

জলপাইগুড়ি জেলায় নতুন নাম তোলার প্রায় ৬০ হাজার আবেদন জমা পড়েছে। জলপাইগুড়ি জেলার নির্বাচন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিচার্ড লেপচা জানিয়েছেন, জলপাইগুড়িতে প্রায় সাড়ে ৩২ হাজার জনের তথ্য সংশোধনও হয়েছে ভোটার তালিকায়। অনলাইনেও আবেদন নেওয়া হয়েছে এবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement