Doctor

মিহির কোন পথে, জল্পনা

তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মিহিরদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৭:২২
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে চর্চা চলছেই। তিনি তৃণমূলে থাকবেন নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন, সেই প্রশ্নেই নানা জল্পনা। শুক্রবার, রাজ্যের দুই মন্ত্রী মিহিরের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। তাঁদের সঙ্গে মিহিরের দেখা হয়নি। মিহির শনিবারেও কার্যত অধরা ছিলেন। একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল ‘সুইচ্‌ড অফ’ ছিল। বৃহস্পতিবার, মিহিরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তারপর থেকেই নানা গুঞ্জন, জল্পনা শুরু হয়েছে ।

Advertisement

তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মিহিরদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তিনি ফিরলে বিজয়ার শুভেচ্ছা জানাতে যাব। উনি দলের দীর্ঘদিনের একজন লড়াকু সৈনিক। তৃণমূলেই থাকবেন।” দলের কোচবিহার জেলা চেয়ারম্যান, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, “মিহিরদা অভিজ্ঞ নেতা। ফোন খোলা থাকলে ইতিমধ্যে সমস্যা মিটেও যেত।”

কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক শনিবার বলেন, “মিহিরদার বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। উনি আসতে চাইলে আমাদের দলের দরজা ওঁর জন্য খোলা থাকবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement