মাঠে দগ্ধ দেহ, নালিশ গণধর্ষণ

হায়দরাবাদের মতো এমনই ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সাফানগর ও অশোকগ্রামের মধ্যে একটি ফাঁকা মাঠে অগ্নিদগ্ধ দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৩:২২
Share:

আতঙ্ক: চোখে মুখে ভয়। এখানেই পাওয়া গিয়েছে তরুণীর অগ্নিদদ্ধ দেহ। তা দেখতে গ্রামবাসীদের ভিড়ে রয়েছে ছোটরাও। নিজস্ব চিত্র

ধর্ষণের পরে তরুণীকে খুন করে তরুণীর দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement

হায়দরাবাদের মতো এমনই ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সাফানগর ও অশোকগ্রামের মধ্যে একটি ফাঁকা মাঠে অগ্নিদগ্ধ দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, গণধর্ষণের পরে খুন করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় ওই তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের দাবি, ‘বন্ধুর বাড়িতে যাচ্ছি’ বলে বেরিয়েছিল ওই তরুণী। আর বাড়ি ফেরেননি। এ দিন সকালে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে কুমারগঞ্জ থানা এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাফানগরের একেবারে শেষপ্রান্ত থেকে অশোকগ্রামের এলাকা শুরু হয়েছে। সেখানেই রয়েছে বিশাল ফাঁকা মাঠ। তার কয়েক কিলোমিটার দূরেই বাংলাদেশ সীমান্ত। এলাকাবাসীর দাবি, ওই মাঠে লোকজন কমই যান। তার উপরে শীতের রাতে মাঠের রাস্তা দিয়ে সহজে কেউ যাতায়াত করেন না। দুষ্কৃতীরা সেই সুযোগই কাজে লাগিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এলাকার কয়েক জন ওই মাঠের রাস্তার একটি কালভার্টের উপরে রক্তের দাগ দেখতে পান। কালভার্টের নীচেই দগ্ধ দেহটি দেখা যায়। দেহের কিছু অংশ শেয়াল-কুকুরে খুবলে খেয়ে ফেলেছিল। পুলিশ জানায়, দেহের বেশিরভাগ অংশ পোড়া। গলায় ও হাতে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। ওই তরুণীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি কুমারগঞ্জ থানায় গিয়ে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানান। সুকান্ত বলেন, ‘‘হায়দরাবাদে যে ভাবে গণধর্ষণের পরে তরুণীকে খুন পরে পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক তেমনই ঘটনা এখানেও ঘটেছে। ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে আন্দোলনে নামব।’’

কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলও এই ঘটনাকে বর্বরোচিত বলে দাবি করে বলেন, ‘‘এমন ঘটনা আগে এখানে ঘটেনি। পুলিশ তদন্ত করছে। দুষ্কৃতীরা দ্রুত গ্রেফতার হবে।’’

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত কুমারগঞ্জে গিয়ে তদন্ত করেন। তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট না পেলে ধর্ষণ হয়েছে কিনা তা স্পষ্ট ভাবে বলা যাবে না। তদন্ত শুরু হয়েছে। দ্রুত ওই ঘটনা জড়িতদের গ্রেফতারকরা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement