মঙ্গলবার রাত ১২টা নাগাদ পরিত্যক্ত মারুতি ভ্যানটিকে জ্বলতে দেখেন স্থানীয়রা।
পরিত্যক্ত জ্বলন্ত মারুতি ভ্যান থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের বাবুরঘাট চেকপোস্ট এলাকায়। একটি গ্যারেজের সামনে অনেক দিন ধরেই রাখা ছিল মারুতিটি। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ-ই সেটিকে জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই তৎপর হয়ে আগুন নেভানোর পর উদ্ধার হয় একটি দগ্ধ দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দেহটি গাড়ির মধ্যে রেখে সেটি জ্বালিয়ে দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাদ পরিত্যক্ত মারুতি ভ্যানটিকে জ্বলতে দেখেন স্থানীয়রা। তাঁরাই আগুন নিভিয়ে দেখেন, গাড়ি ভিতর একটি দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া দগ্ধ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে উদ্ধার হওয়া পোড়া দেহটি কার, তা এখনও জানা সম্ভব হয়নি। এমনকি ওই ব্যক্তি পুরুষ না মহিলা, তা-ও জানা যায়নি।