Young Elephants

হস্তিশাবকের দেহ মিলল ধূপগুড়িতে চা-বাগানের নালা থেকে, পাঠানো হল ময়নাতদন্তের জন্য

সোমবার সকালে চা-বাগানের কাজে যোগ দিতে গিয়েছিলেন শ্রমিকেরা। সেই সময় তাঁরা দেখতে পান, দেবপাড়া চা-বাগানের ৩০ নম্বর সেকশনে একটি নালার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে একটি হস্তিশাবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫
Share:

হস্তিশাবকের দেহ উদ্ধার। — ফাইল চিত্র।

চা-বাগানের নালা থেকে উদ্ধার করা হল হস্তিশাবকের দেহ। সোমবারের ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকার দেবপাড়া চা-বাগানে। মনে করা হচ্ছে চা-বাগানের নালায় পড়ে মৃত্যু হয়েছে ওই শাবকটি। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

সোমবার সকালে চা-বাগানের কাজে যোগ দিতে গিয়েছিলেন শ্রমিকেরা। সেই সময় তাঁরা দেখতে পান দেবপাড়া চা-বাগানের ৩০ নম্বর সেকশনে একটি নালার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে একটি হস্তিশাবক। এর পর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। বন দফতরের কর্মীদের অনুমান, মৃত হস্তিশাবকটির বয়স আনুমানিক ৭-৮ মাস। কিন্তু কী ভাবে শাবকটির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘‘২০-২৫টি হাতের একটি দল রেড ব্যাঙ্ক থেকে দেবপাড়া চা-বাগান হয় প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। সেই হাতির দলটিতে এই শাবকটি ছিল। দেহটি ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement