Darjeeling Bandh

স্কুলছাত্রী খুনের প্রতিবাদে শনিবার পাহাড়ে বন্‌ধের ডাক, সমর্থন করল বিজেপি

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই বন্‌ধকে সমর্থন করার বার্তা দিয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ১৯:৪৫
Share:

—ফাইল চিত্র।

ফের পাহাড়ে বন‌্‌ধের ডাক। শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা স্কুলছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টার বন্‌ধ ডাকল গোর্খা সেবা সেনা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই বন্‌ধকে সমর্থন করার বার্তা দিয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং বিজেপি। উল্টো দিকে, ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়ে পুলিশি তদন্তে আস্থা রাখার কথা বলেছে অনীত থাপা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

Advertisement

শুক্রবার দার্জিলিং প্রেস গিল্ডে সাংবাদিক বৈঠক করে গোর্খা সেবা সেনার মুখপাত্র বিক্রম অধিরাই বলেন, ‘‘নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টার বন্‌ধ ডাকা হয়েছে। আমরা চাই সকল পাহাড়বাসী এই বন্‌ধকে সমর্থন করুন।’’ পাহাড়ের সব ক’টি রাজনৈতিক দল-সহ জাতীয় দলগুলির কাছেও বন‌্‌ধ সমর্থনের আবেদন জানান বিক্রম। তিনি বলেন, ‘‘দিনের পর দিন সমতল এবং পাহাড়ে এই ধরনের ঘটনা বাড়ছে। বাড়ছে মাফিয়ারাজ। পুলিশ প্রশাসন সব দেখেও চুপ। তাই বন্‌ধ ডেকেছি আমরা।’’

এই বন্‌ধকে সমর্থন করে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘‘এই বন‌্‌ধকে আমরা সমর্থন করছি। শুধু আমরাই নয়, সব দলই সমর্থন জানাচ্ছে।’’ একই পথে হেঁটে দার্জিলিং জেলা বিজেপির (পাহাড়) সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘‘রাজ্যে যে ধরনের সন্ত্রাস চলছে, তার বিরোধিতা করে এই বন্‌ধের ডাক। রাজ্যের পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। যারা দোষ করছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তৃণমূলের কর্মী হয়ে গিয়েছে। এই খুনের ঘটনাতেও যাতে গড়িমসি না হয়, তার জন্যই এই বন্‌ধকে সমর্থন করছি আমরা।’’

Advertisement

অন্য দিকে, বন্‌ধের সমর্থন বা বিরোধিতা নিয়ে স্পষ্ট ভাবে কোনও অবস্থান নেয়নি অনীতের দল। প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র অমর লামা বলেন, ‘‘আমরা নিরপেক্ষ রয়েছি। আমাদের দলের প্রধান শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন। চিঠি দিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। যে অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার পরিবারের যদি আইনি সাহায্যের প্রয়োজন হয়, তা করতেই তৈরি আমরা।’’ নাবালিকা খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন শাসকদল। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (পাহাড়) শান্তা ছেত্রী বলেন, ‘‘যা ঘটছে, তা অত্যন্ত ঘৃণ্য ঘটনা। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। গোটা বিষয়টিই এখন বিচারাধীন। আমি নিজেও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে রাজনীতি না করাই ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement