Jayantakumar Ray

মহিলা মোর্চার বোনেদের হাতে ফোঁটা নিলেন জলপাইগুড়ির সাংসদ

বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় ভাইফোঁটার অনুষ্ঠান। সেখানেই সবার সঙ্গে বসে ফোঁটা নিলেন, মিষ্টি খেলেন জয়ন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ২২:২৪
Share:

ফোঁটা নিচ্ছেন বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায়।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্তকুমার রায় ভাইফোঁটা নিলেন দলের মহিলা শাখার কর্মীদের হাতে। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় ভাইফোঁটার অনুষ্ঠান। সেখানেই সবার সঙ্গে বসে ফোঁটা নিলেন, মিষ্টি খেলেন জয়ন্ত।

Advertisement

সোমবার বিজেপি নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষকেও ভাইফোঁটা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি অলোক পাল, সহ-সভাপতি তপন মহন্ত, পূর্ব মণ্ডল সভাপতি মিঠু সরকার, পশ্চিম মণ্ডল সভাপতি গৌতম সরকার, টাউন মণ্ডল সাধারণ সম্পাদক বলরাম বসাক, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কমলেশ সিংহ রায় প্রমূখ। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

সাংসদ জয়ন্ত রায় বলেন, “ভাইফোঁটা আমাদের ঐতিহ্য। ভাই-বোনের নিবিড় সম্পর্কের প্রতীক হল ভাইফোঁটা বা ভাইটিকা। ভাই-বোনের সম্পর্কটা চিরন্তন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement