—নিজস্ব চিত্র।
জলপাইগুড়িতে শনিবার বিজেপি-র ‘গৃহ সম্পর্ক’ অভিযান কর্মসূচির উদ্বোধন হল স্থানীয় বিজেপি বিধায়কের হাতে। বিজেপি-র মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ টিজ্ঞা ধূপগুড়িতে এই কর্মসূচির সূচনা করেন। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ধূপগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় শনিবার পথচলতি মানুষের হাতে ‘আর নয় অন্যায়’ লেখা বিজেপি-র হ্যান্ডবিল সকলের হাতে তুলে দেন।
বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলি কর্মসূচি বাড়তে চলেছে। যুযুধান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল রাজ্যে একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। বর্তমানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সারা রাজ্যব্যাপী বিজেপি-র ‘আর নয় অন্যায়’ কর্মসূচি চলছে।
শনিবার সন্ধ্যায় এই কর্মসূচিতে ধূপগুড়িতে আসেন মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘‘১০ বছর ক্ষমতায় থেকেও তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি রক্ষা পালনে ব্যর্থ। আমরা ক্ষমতায় না থেকেও কেন্দ্রীয় সরকারের তরফে কী কী সুযোগসুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি সেই বিষয়ে অবগত করার জন্যই এই কর্মসূচি। আমরা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে চাই না, আমরা রবীন্দ্রনাথের বাংলা চাই, আমরা স্বামী বিবেকানন্দের বাংলা চাই।’’