লড়াইয়ে তিনিও, দাবি বিশ্বরঞ্জনের

কিছু দিন আগেই কলকাতা থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে আরএসপির নির্মল দাসের নাম ঘোষণা করা হয়। গত বছরের জেতা আসনটি আরএসপির কাছে চলে যাওয়ায় কংগ্রেসের রাজ্য নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করে দলের জেলা নেতারা। শনিবার কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার নিজেকে বাম-কংগ্রেস জোটের প্রার্থী বলে দাবি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০২:৪৫
Share:

কিছু দিন আগেই কলকাতা থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে আরএসপির নির্মল দাসের নাম ঘোষণা করা হয়। গত বছরের জেতা আসনটি আরএসপির কাছে চলে যাওয়ায় কংগ্রেসের রাজ্য নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করে দলের জেলা নেতারা। শনিবার কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার নিজেকে বাম-কংগ্রেস জোটের প্রার্থী বলে দাবি করেন।

Advertisement

এতেই বিড়ম্বনায় পড়ে সিপিএম নেতৃত্ব। সিপিএমের অন্তরের খবর, যেখানে তৃণমূলের বিরুদ্ধে এক জোট হয়ে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছিল, সেখানে দু’জন প্রার্থী হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তবে সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোন সমস্যা নেই আমাদের। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো প্রচার চালানো হবে।” বিশ্বরঞ্জনবাবু বলেন, “রাজ্য সভাপতি আমার নাম ঘোষণা করতে বলেছিলেন, আমি তাই করেছি। তবে দিল্লি থেকে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণার পরেই প্রচার শুরু করব।” আরএসপির নির্মল দাস অবশ্য বলেন, “সংশয়ের কোন বিষয় নেই। বামফ্রন্টগত ভাবে আমার নাম ঘোষণা হয়েছে। আমি কর্মিসভা থেকে জন সংযোগ করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement