Kidnap

হাসপাতাল থেকে শিশু চুরি করে একত্রবাসের সঙ্গীর সঙ্গে পালাচ্ছিলেন মহিলা! ট্রেন থেকে গ্রেফতার দু’জন

পুলিশি জেরায় শাজিয়া দাবি করেছেন, তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কোনও সন্তান নেই। সে কারণে ওই শিশুকে অপহরণ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৯:৪৪
Share:

শিশু চুরির অভিযোগে সদ্ভাবনা এক্সপ্রেস থেকে যুগলকে গ্রেফতার করেন রেল সুরক্ষা বাহিনীর জওয়ানেরা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লির হাসপাতালে মায়ের কাছ থেকে ৪৫ দিনের শিশুকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল। এই অভিযোগে রক্সৌলগামী সদ্ভাবনা এক্সপ্রেস থেকে যুগলকে গ্রেফতার করেন রেল সুরক্ষা বাহিনীর জওয়ানেরা। পরে ওই যুগল শাজিয়া এবং রোহিত কুমারকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাজিয়া এবং রোহিত নয়ডার একটি বাড়িতে একত্রবাস করতেন। পুলিশি জেরায় শাজিয়া দাবি করেছেন, তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কোনও সন্তান নেই। সে কারণে ওই শিশুকে অপহরণ করেছিলেন তিনি। সঙ্গ দিয়েছিলেন একত্রবাসের সঙ্গী রোহিত।

শিশুটির মা পূজা দেবীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পূজা জানান, গত শুক্রবার স্বামীর চিকিৎসার জন্য সফদরজঙ হাসপাতালে গিয়েছিলেন তিনি। সঙ্গে শিশুটিও ছিল। সে সময় ওই শিশুর সঙ্গে খেলার ছলে তাকে চুরি করে পালান বলে অভিযোগ পূজার। পুলিশ জানিয়েছে, শিশুটিকে যাতে পুলিশ চিহ্নিত করতে না পারে, সে জন্য তার জামাও বদল করেছিলেন শাজিয়া। এর পর রোহিতের সঙ্গে তাকে নিয়ে ট্রেনে চেপে বসেন। শাজিয়াদের দেখে সন্দেহ হয় রেল সুরক্ষা বাহিনীর। এর পরে তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশকে খবর দেয় তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement