মোটরবাইকে শেহনাজ কাদরি। —নিজস্ব চিত্র।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ফের নির্বাচনী প্রচারের সময় বাইক মিছিল করার অভিযোগ উঠল। এবার অভিযোগের তির শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে।
শুক্রবার বাইক র্যালি করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে রতুয়ার তৃণমূল প্রার্থী শেহনাজ কাদরির বিরুদ্ধে। বৃহস্পতিবার বাইক র্যালি করে প্রচারের অভিযোগ উঠেছিল চাঁচলের জোটপ্রার্থী আসিফ মেহবুবের বিরুদ্ধে। এ দিনই তাকে নির্বাচন কমিশনের তরফে শো-কজ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে ফুলহার নদীর ওপারে প্রচার মিছিল করেন তৃণমূল প্রার্থী শেহনাজ কাদরি। মিছিলের সামনে তাঁকেও বাইকে চেপে প্রচার করতে দেখা যায় বলে কমিশনে অভিযোগ ঠুঁকেছে বিজেপি ও কংগ্রেস। সব খতিয়ে দেখে এক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। রতুয়া-১ ব্লকের বিডিও তথা অতিরিক্ত রিটার্নিং অফিসার বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘‘অভিযোগ পেয়েই কমিশনের প্রতিনিধিদের এলাকায় পাঠানো হয়েছিল। সব খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
এ দিন সকাল ফুলহার নদীর ওপারে মহানন্দটোলায় প্রচারে যান তৃণমূল প্রার্থী। সকাল ১১টায় বঙ্কুটোলা থেকে প্রচার শুরু হয়। সেখান থেকে মহানন্দটোলা হয়ে বিলাইমারি এলাকায় প্রচারে যান তিনি। অভিযোগ, প্রথমে গাড়িতেই ছিলেন প্রার্থী। ১০ কিলোমিটার ওই রাস্তায় পরে তিনি কিছুটা হেঁটেও প্রচার সারেন। পিছনে ছিল বিরাট বাইকবাহিনী। একসময় প্রার্থী মিছিলের সামনে থাকা একটি বাইকে চেপে প্রচার শুরু করেন। বিরোধীদের অভিযোগ, প্রচারের সময় প্রার্থীর পিছনে ছিল দলের পতাকা, ফেস্টুন লাগানো শতাধিক বাইক।
যদিও বিধিভঙ্গের বিষয়টি মানতে চাননি রতুয়ার তৃণমূল প্রার্থী শেহনাজ কাদরি। তাঁর দাবি, ফুলহারের ওপারে নৌকায় গাড়ি চাপিয়ে পারাপার করতে হয়। তাই তিনটি বাইক নিয়ে প্রচারের অনুমতি মিলেছিল। তিনি বলেন, ‘‘বাইকে অনুমতিপত্রের নথিও ঝোলানো ছিল। তবে দীর্ঘ এলাকাজুড়ে প্রচারের সময় বাসিন্দাদের কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের পিছু নেয় তার দায় কি আমার?’’
বৃহস্পতিবার একই অভিযোগে চাঁচলের জোটপ্রার্থী আসিফ মেহবুবকে শো-কজ করা হয়েছে। জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুরের দাবি, ‘‘বৃহস্পতিবার একই কারণে কমিশনের তরফে আমাদের শো-কজ করা হয়েছে। আমরাও তো মিছিল করিনি। বাসিন্দাদের অনেকেই রোড-শো চলার সময় বাইকে চেপে অংশ নিয়েছিল। তবে এ দিন ওরা পরিকল্পিতভাবেই ক্ষমতা দেখাতে শতাধিক বাইকবাহিনী নিয়ে মিছিল করেছিল।’’
রতুয়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সাহারও অভিযোগ, প্রচারের সময় কয়েকজন বাইকে চেপে অংশ নেওয়া আর পরিকল্পনা করে র্যালি করার মধ্যে তফাত রয়েছে। তিনি বলেন, ‘‘এ দিন মহানন্দটোলায় তৃণমূল প্রার্থী বাইক মিছিল করেই প্রচার চালিয়েছেন। ফলে কমিশনে নালিশ জানানো হয়েছে।’’