বন্ধের সকালে রাস্তায় ফুটবল খেলা। নিজস্ব চিত্র।
একই দিনে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধ এবং সেই সঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধ। দুয়ের জেরে স্বাভাবিক জনজীবন মোটের উপর স্তব্ধ। তবে কোথায় কোনও আশান্তির খবর পাওয়া যায়নি।
সকাল থেকে সরগরম গোটা মালদহ জেলা। একদিকে বিজেপির ডাকে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের সমর্থনে শহর থেকে শহরতলির পথে গেরুয়া পতাকার মিছিল পিকেটিং। অন্যদিকে কৃষকদের ডাকে ভারত বন্ধে বিভিন্ন জায়গায় বাম কর্মী সমর্থকদের মিছিল। তার সঙ্গে যোগ হয়েছে ইংরেজবাজারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনসভা। সব মিলিয়ে গোটা জেলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত মালদহ।
বন্ধের সকালে চাঁচোলে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম কর্মীদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। হাতে সংগঠনের পতাকা নিয়েই বল কাড়াকাড়ি চলছিল। মালদহে শহর থেকে গ্রাম কোথাও সে ভাবে দোকানপাট বাজার খুলতে দেখা যায়নি। জেলায় সরকারি বাস চললেও তা আটকে দেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। বেসরকারি কিছু গাড়ি রাস্তায় নামলে তাও আটকানো হয়। সরকারি অফিস খোলা থাকলেও হাজিরা ছিল অন্য দিনের থেকে কম।
জেলা জুড়ে সকাল থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পুলিশ পিকেটিং হয়। গোটা জেলায় সে ভাবে গোলমালের খবর মেলেনি রাত্রি পর্যন্ত।