দুর্ঘটনাগ্রস্ত বাসে চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র।
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বেসরকারি বাস। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় এখনও অবধি ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতেরা সকলে পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে কোথায় তাঁদের বাড়ি, এখনও অবধি সে ব্যাপারের বিস্তারিত জানা সম্ভব হয়নি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউ যাচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছিলেন ওই বাসে। ৫০ জনেরও বেশি শ্রমিক বাসে ছিল বলে জানা গিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলের কাছেই লোকালয় হওয়ায় স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। তাঁরা বাসের মধ্যে আটকে থাকাদের উদ্ধার করে। পরে পুলিশ এসেও উদ্ধারের চেষ্টা চালায়। রাত তিনটে নাগাদ শেষ হয় উদ্ধার কাজ।
পুলিশ জানিয়েছে, বাসের মধ্যেই পাঁচ জন মৃত অবস্থায় ছিল। অপর এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। তিন জন আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক চার লেনের করার কাজ দীর্ঘ সময় ধরে কাজ চলছে। দুর্ঘটনাস্থলের কাছে চার লেন দুই লেনে পরিণত হয়েছে। যার জেরে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা জানিয়েছেন, ওভারটেক করতে গিয়ে নরম মাটিতে চাকা পিছলে যায় বাসটির। সে সময় বাসের গতিও বেশি ছিল। সে জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।