Ashok Bhattacharya

মমতাকে ধন্যবাদ অশোকের

বৃহস্পতিবার অনেক রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় এখন আর অশোকের করোনা সংক্রমণ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০৫:৪৭
Share:

অশোক ভট্টাচার্য।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ শয্যার কেবিনে নিয়ে যাওয়া হল শিলিগুড়়ির বিধায়ক ও পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে। শুক্রবার তাঁকে কেবিনে নেওয়া হয়। নার্সিংহোম সূত্রের খবর, বৃহস্পতিবার অনেক রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় এখন আর অশোকের করোনা সংক্রমণ নেই। দলের জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, এ দিন চিকিৎসকের সঙ্গে তাঁর কথা হয়েছে। সব ঠিক থাকলে এক দু’দিনের মধ্যেই অশোককে নার্সিংহোম থেকে ছাড়়া হবে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করার জন্য এ দিন অশোক সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী, নার্সিংহোম কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement