TMC

TMC: সভানেত্রীর বাড়ি গিয়ে ক্ষোভ নেতা-কর্মীদের

দলীয় সূত্রে খবর, দলের টিকিট না পেয়ে সভানেত্রীর বাগডোগরার বাড়ির সামনে হাজির হন খড়িবাড়ির বিক্ষুব্ধ তৃণমূল কিছু নেতা-কর্মী।

Advertisement

নীতেশ বর্মণ

শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৬:৫৪
Share:

সুরক্ষায়: বিক্ষোভ চলাকালীন পাপিয়া ঘোষের বাড়িতে মোতায়েন করা হয় পুলিশ। নিজস্ব চিত্র।

দার্জিলিং জেলা তৃণমূলের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। দলীয় সূত্রে খবর, দলের টিকিট না পেয়ে সভানেত্রীর বাগডোগরার বাড়ির সামনে হাজির হন খড়িবাড়ির বিক্ষুব্ধ তৃণমূল কিছু নেতা-কর্মী। কিন্ত সভানেত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। ওই নেতা-কর্মীরা সেখানেই ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।

Advertisement

পাপিয়া-ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘‘খড়িবাড়ির কয়েকজন নেতা সভানেত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শরীর খারাপ থাকায় সে ভাবে কথা হয়নি। কেউ বিক্ষোভ দেখাননি।’’ এই বিক্ষুব্ধেরাই কয়েকদিন আগে মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া আসনের প্রার্থী কাজল ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে অভিযোগ। তার পরেও সমস্যা সমাধান না হওয়ায় ভোটের আগে সভানেত্রীর বাড়িতে তাঁদের ক্ষোভ প্রকাশ দলের কোন্দল বাড়িয়ে দিল বলে নেতাদের একাংশ মনে করছেন।

খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির ২ নম্বর আসনে টিকিট পাননি জগন্নাথ রায়। সেখানে গত বারের জয়ী এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকেও টিকিট দেওয়া হয়নি বলে দাবি। তাঁর অনুগামীরাই এ দিন সভানেত্রীর বাড়ি গিয়ে ক্ষোভ জানান বলে অভিযোগ। জগন্নাথের দাবি, তিনি দলের সঙ্গেই রয়েছেন। যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁকে ১১ জন বুথ সভাপতি মানতে চাইছেন না বলে অভিযোগ। তাঁরাই প্রার্থী বদলের দাবিতে হয়তো সভানেত্রীকে আবদার করতে গিয়েছিলেন। জগন্নাথ বলেন, ‘‘দলের হয়েই কাজ করব। কিন্তু মানুষ যাকে চাইছে না তাঁকে প্রার্থী করে দলের ভাবমূর্তি নষ্ট হতে দিতে পারি না।’’

Advertisement

সূত্রের খবর, কয়েকদিন আগেও নকশালবাড়ির বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দলের জেলা সভানেত্রীর বাড়িতে গিয়ে ক্ষোভ জানান। নকশালবাড়ি, বাগডোগরা, খড়িবাড়ি ব্লকেও একাধিক আসনে টিকিট না পেয়ে বিক্ষুব্ধেরা নির্দলে লড়াই করছেন বলে দাবি। তা যে ভোটের ফলে প্রভাব পড়বে, তা বুঝতে পারছেন নেতাদেরও একাংশ। মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া আসনে নির্দলে প্রার্থী যুব তৃণমূল নেতা আখতার আলি। সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন আইনুল হক। এ দিন তাঁকে নিয়ে চটহাট এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র বলেন, ‘‘যারা নির্দলে দাঁড়িয়েছেন মনোনয়ন তুলে দলে ফিরে আসতে বলেছি। পর্যালোচনা টিম যেখানে যে যোগ্য সে বিষয়ে নজর রেখেছেন। তার পরও কেউ দাঁড়ালে সেটা তাঁদের ব্যাপারে। পরিষদে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement