অনন্ত মহারাজ। নিজস্ব চিত্র।
আলাদা রাজ্য নয়, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন ‘দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর উপদেষ্টা অনন্ত মহারাজ। রবিবার কোচবিহারে ভারতভুক্তি চুক্তি দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় এই দাবি তোলেন তিনি। মঞ্চ থেকেই অনন্তের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
অনন্ত বলেন, ‘‘মানুষ চাইছে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। আর কেন্দ্রের সরকারকে এই দাবি মানতে হবে।’’ অনন্তের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। তিনি বলেন, ‘‘অনন্ত মহারাজের হাত শক্ত করার জন্য আমরা পাশে রয়েছি।’’ তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে নিশীথ বলেন, ‘‘তৃণমূল রাজবংশীদের সঙ্গে দ্বিচারিতা করছে। মমতা ‘দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের’ অনুষ্ঠান মঞ্চ থেকে এক কথা বলেন, আর কলকাতায় ফিরে গিয়ে জেলার নেতাদের ফোন করে বলেন, যারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করবে তাদের হাঁটু ভেঙে দাও। যে নেতা রাজবংশীদের হাঁটু ভাঙতে চায় সেই নেতাকেই পুরস্কৃত করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়।’’ অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন, আমার মন বলছে তা খুব শীঘ্রই পূরণ হবে।’’
যদিও অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় অনন্তের দাবি প্রসঙ্গে নিশীথ বলেন, ‘‘যে কোনও মঞ্চ থেকে যে কেউ যে কোনও দাবি করতে পারেন। সেটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। আমরা জনপ্রতিনিধি। আমাদের কাজ জনগণের দাবির কথা শোনা।’’
এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বিজেপি এর আগে পাহাড়ে বিমল গুরুংকে বসিয়ে পৃথক রাজ্যের দাবি তুলে ব্যর্থ হয়েছে। এখন অনন্তকে দিয়ে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছে। এটা কখনওই সম্ভব নয়। বিজেপি দিবাস্বপ্ন দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে বঙ্গভঙ্গ হবে না।’’