শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে জয়ী জোট, ধরাশায়ী তৃণমূল

বিধানসভা ভোটের ভাগ্য নির্বাচন হতে এখনও কিছুটা বাকি। জোট না কি তৃণমূল— পাল্লা কার দিকে ভারী হবে সে নিয়ে চলছে জোর জল্পনা। তার আগে খানিক জোটের পালেই হাওয়া লাগিয়ে দিল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং এক্সিকিউটিভ কমিটির নির্বাচন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ২১:৩৯
Share:

বিধানসভা ভোটের ভাগ্য নির্বাচন হতে এখনও কিছুটা বাকি। জোট না কি তৃণমূল— পাল্লা কার দিকে ভারী হবে সে নিয়ে চলছে জোর জল্পনা। তার আগে খানিক জোটের পালেই হাওয়া লাগিয়ে দিল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং এক্সিকিউটিভ কমিটির নির্বাচন। শনিবারের ভোটে দু’টি ক্ষেত্রেই জয়ী হয়েছেন জোট প্রার্থীরা।

Advertisement

এই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সব পদেই জোট প্রার্থীরাই জিতেছেন। একই ফল হয়েছে এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচনেও। নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৮ জনই জোট প্রার্থী। তৃণমূলের তরফে মাত্র ১ জন প্রার্থী এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।

বিধানসভা ভোটের মধ্যে জোটের এই বিপুল জয় কী অন্য় কিছু ইঙ্গিত করছে? তৃণমূল খুব একটা আমল দিতে না চাইলেও এর ফলে বিধানসভা ভোটের ছায়া দেখছেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘এখানে যেটা হয়েছে ভবিষ্যতে সেটাই রাজ্যে হতে চলেছে। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসবে বাম-কংগ্রেস জোট।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement