—নিজস্ব চিত্র।
আবার বাঘের আতঙ্ক কোচবিহারে। শনিবার সকালে পূর্ব খাগড়াবাড়ির শিবযজ্ঞ এলাকায় বাঘের পায়ের মতো ছাপ দেখে আতঙ্কগ্রস্ত এলাকাবাসীরা।
স্থানীয়দের দাবি, শুক্রবার মধ্যরাতে এলাকায় কুকুরের ডাক শুনে তাঁদের সন্দেহ হয়। কাজল সিকদার নামে এক স্থানীয় বলেন, ‘‘রাত দু’টো-আড়াইটে নাগাদ নাক ডাকার তীব্র শব্দ শুনতে পেয়েছিলাম। তার পর শুনলাম রাস্তার কুকুরগুলো চিৎকার করছে। আজ সকালে ঘুম থেকে উঠে পায়ের ছাপ দেখতে পেলাম।’’ কেউ কেউ আবার বলছেন, ওই পায়ের ছাপের সঙ্গে চিতাবাঘের পায়ের ছাপের অনেক মিল রয়েছে।
গত বুধবারই কোচবিহারের কলাবাগান এলাকায় এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের হানা নিয়ে হুলস্থূল কাণ্ড বাধে। সঙ্গে সঙ্গেই বন দফতরকে খবর দেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর ওই ঘুমপাড়ানি গুলি ছুড়ে ওই চিতাবাঘটিকে কাবু করেন বন দফতরের কর্মীরা।