জাতীয় লোক আদালতে শুনানি চলছে। —নিজস্ব চিত্র।
জমে থাকা প্রায় ৩ হাজার মামলা নিয়ে জাতীয় লোক আদালত বসল জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, মালবাজার ও জলপাইগুড়ির বেশ কয়েকটি মামলার শুনানি হয় শনিবার।
করোনা পরিস্থিতির পর এই প্রথম লোক আদালত বসেছে জেলায়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে শনিবার জেলা আদালত চত্বরে এই লোক আদালতের আয়োজন করা হয়। জমে থাকা প্রায় ৩ হাজার মামলার মধ্যে ১ হাজার ৯১৬টি মামলা রয়েছে ব্যাঙ্ক ঋণের অর্থ আদায় সংক্রান্ত মামলা। এ ছাড়া ফৌজদারি-সহ অন্যান্য মামলা ছিল ১ হাজার ৯৩টি।
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক বসন্ত শর্মা বলেন, ‘‘জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালবাজার এলাকার এই মামলাগুলো নিয়ে এ দিন প্রচুর মানুষ এসেছিলেন।’’ জলপাইগুড়ির ৩টি বেঞ্চ, মালবাজারের ১টি বেঞ্চ ও আলিপুরদুয়ারের ৫টি বেঞ্চের মামলার শুনানি হয়েছে বলে জানান তিনি।