Derjeeling

heavy snowfall: ২০ বছর পর প্রবল তুষারপাত দেখল দার্জিলিং, গ্যাংটকে পড়ছে বরফ

শুক্রবার বিকাল থেকেই জিমখানা-সহ ম্যাল রোডের বিস্তৃর্ণ এলাকা জড়ে শুরু হয় তুষারপাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১০
Share:

ফাইল চিত্র।

সমতলের উত্তর থেকে দক্ষিণ যখন বৃষ্টিতে ভিজছে, তখন প্রবল তুষারপাত দেখল দার্জিলিং শহর। সাধারণত প্রতি বছর টাইগার হিলস, সান্দাকফু, টংলু-তে তুষারপাত হয়ে থাকে। কিন্তু ঘুম ও ম্যালে যে পরিমাণ তুষারপাত হয়েছে, তা দেখে স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় ২০ বছর পর এই তুষারপাত দেখল শৈলশহর।

Advertisement

শুক্রবার বিকাল থেকেই জিমখানা-সহ ম্যাল রোডের বিস্তৃর্ণ এলাকা জড়ে শুরু হয় তুষারপাত। রাত অবধি সেই তুষারপার অব্যাহত ছিল। আবহাওয়াবিদরা বলছেন, দার্জিলিং শহর ঢেকে যাবে সাদা বরফে।

এ দিকে লাগাতার তুষারপাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। কারণ রাত পর্যন্ত তুষারপাত চললে বন্ধ করে দিতে হবে যান চলাচল

Advertisement

পাহাড়ের বিভিন্ন প্রান্তে পর্যটকরাও রয়েছেন। তাঁরা যাতে কোনও অসুবিধায় না পড়েন সে দিকে নজর রাখছে প্রশাসন।

অন্য দিকে সিকিমের রাজধানী গ্যাংটকেও পড়ছে বরফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০১৯ সালে গ্যাংটকে শেষ বারের মত বরফ পড়ে। শুক্রবার সন্ধ্যা থেকে গ্যাংটকে বরফ পড়া শুরু হয়। রাত পর্যন্ত শহর এবং শহর সংলগ্ন এলাকায় বরফ পড়ছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement