ছবি: সংগৃহীত
নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে জেলায় অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পদক্ষেপ করছে মালদহ জেলা পুলিশ। একই ব্যবস্থা হচ্ছে ইসলামপুরেও।
পুলিশ সূত্রে খবর, অন্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হচ্ছে। ৩৪ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন জনবহুল এলাকায় বাড়ানো হচ্ছে টহলদারি। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো রুখতে রবিবার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার জন্য জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এ দিন মালদহের বৈষ্ণবনগরের ১৭ মাইলে এক দল বিক্ষোভকারী ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ তাদের হঠিয়ে দেয়। বৈষ্ণবনগরের বীরনগর থেকে একটি মিছিল এনটিপিসি মোড়ে আটকে দেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মালদহ জেলার বিভিন্ন অংশে মিছিল-বিক্ষোভ হয়েছে। শনিবার মালদহের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে গণ্ডগোলের অভিযোগ ওঠে। ওই দিন দুপুরে কালিয়াচকে কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক। রবিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা রোড স্টেশনে ঝামেলার অভিযোগ ওঠে। বৈষ্ণবনগরের ১৭ মাইল থেকে একটি বিক্ষোভ মিছিল জাতীয় সড়ক ধরে ১৮ মাইলে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ ১৭ মাইলেই মিছিলটি আটকে দেওয়ার চেষ্টা করে। তা নিয়ে কিছুটা ঝামেলা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
নতুন নাগরিকত্ব আইন নিয়ে অপ্রীতিকর কোনও পরিস্থিতি এড়াতে তৎপর হয়েছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও কিছু বাহিনী অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে। আরও বাহিনী সোমবার জেলায় ঢুকবে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ও বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশি টহল বাড়ানো হচ্ছে।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘জেলায় গোলমাল এড়াতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। বাড়তি পুলিশ আনা হচ্ছে। বেশ কিছু বাহিনী বাইরের জেলা থেকে নিয়ে আসা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হচ্ছে জেলায়। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।’’
অন্য দিকে, ইসলামপুর পুলিশ জেলাতেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, পাশের জেলা থেকেও অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে। রবিবার অবশ্য কোথাও কোনও ঝামেলা হয়নি। ইসলামপুরের পুলিশ সুপার সচিন মাক্কার বলেন, ‘‘আজ সব স্বাভাবিক রয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কোনও খবর নেই।’’
নতুন নাগরিকত্ব আইন নিয়ে শনিবার প্রতিবাদ মিছিল হয়েছিল ইসলামপুরে। কয়েকটি প্রান্তে গোলমাল হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিলিগুড়ি থেকেও পুলিশ, র্যাফ নিয়ে আসা হয়েছিল। ঝামেলা এড়াতে শহরের বাইরে আটকে দেওয়া হয়েছিল গাড়ি।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজর রাখা হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছে। নজর রয়েছে মিছিল, সমাবেশের উপরেও। এ দিন ইসলামপুর পুলিশ জেলা এলাকায় নতুন আইনের প্রতিবাদে ‘ধিক্কার কর্মসূচি’ হলেও কোথাও কোনও ঝামেলা হয়নি।