Ulen Roy

উলেন রায়ের মৃত্যুতে এডিজি সিআইডিকে দিয়ে তদন্তের নির্দেশ

সিবিআই তদন্ত চেয়ে গত ১৮ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন তাঁর স্ত্রী মালতি রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২৩:৫২
Share:

নিহত বিজেপি কর্মী উলেন রায়। ফাইল চিত্র।

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর তদন্তভার দেওয়া হল এডিজি সিআইডিকে। বৃহস্পতিবার ই নির্দশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি। আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যরর সিঙ্গেল বেঞ্চ ওই রায় ঘোষণা করে। এর পাশাপাশি ২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের অগ্রগতি আদালতে পেশের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে গত ১৮ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন তাঁর স্ত্রী মালতি রায়। বুধবার দীর্ঘ ক্ষণ সেই মামলার শুনানি হয়। এর পর এ দিন ঘোষণা হয় রায়।

মামলাকারীর পক্ষে আইনজীবী অভ্রজ্যোতি দাস বলন, ‘‘বিচারপতি জানিয়েছেন এই মামলার আরও তদন্ত দরকার আছে। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে পাঠানো হয়নি। প্রথমত উনি বলেছেন ৪ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং তা ৫ মার্চের আগে করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement