Alipurduar

২৫ হাতির তাণ্ডবে নষ্ট কয়েক বিঘার সব্জি, আতঙ্কে এলাকাবাসী

শুধু ক্ষেতেই নয়, লোকালয়েও তাণ্ডব চালায় হাতির দলটি। বাড়ির ভিতর শুঁড় বাড়িয়ে রেশনের চাল ডাল খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে। বাড়ির ক্ষতিও করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৬:৫৭
Share:

সুপুরি বাগানে হাতির তাণ্ডব। নিজস্ব চিত্র।

বুনো হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেল প্রায় ৭ বিঘা জমির ফসল। শুধু তাই নয়, বাড়িতে রাখা রেশনের চালও খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে তারা। বৃহস্পতিবার গভীর রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট প্রধানগড় এলাকার ঘটনা।

Advertisement

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত্রে প্রায় ২৫টি হাতির একটি দল প্রধানগড়ে ঢুকে পড়ে। সেখানে শ‍্যামল দাস এবং শঙ্কর দাসের প্রায় ৭ বিঘার আলু বাঁধাকপি টম্যাটো বেগুন ক্ষেত নষ্ট করে দেয় তারা। কিছু ফসল খেয়েছে কিছু ফসল পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে হাতির দলটি। তাণ্ডব চালায় সুপুরি বাগানেও। এই বিপুল পরিমাণ সব্জি নষ্টের ফলে মাথায় হাত পড়েছে ২ কৃষকের।

শুধু ক্ষেতেই নয়, লোকালয়েও তাণ্ডব চালায় হাতির দলটি। বাড়ির ভিতর শুঁড় বাড়িয়ে রেশনের চাল ডাল খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে। বাড়ির ক্ষতিও করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement