Astrology Tips for New Year 2025

নতুন বছরে দারিদ্র কাটিয়ে উঠতে চান? পাঁচটি সহজ টোটকা মেনে চলুন

জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটি কাজ ভুলেও করতে নেই। এই কাজগুলি করলে আমাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। নতুন বছরে শুরু থেকেই এই কাজগুলি করা এড়িয়ে চলুন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৩০
Share:

—প্রতীকী ছবি।

অনেক সময় আমাদের ক্ষতির কারণ হই আমরা নিজেরাই। কারণ, অনেক বিষয় রয়েছে যা আমরা আমাদের অজান্তেই করে ফেলি। কিন্তু অজান্তে হলেও এই কাজগুলি করার জন্য আমাদের দৈনন্দিন জীবন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এমন কিছু কাজ রয়েছে যা বাড়িতে করলে আমাদের জীবনে দারিদ্র্য নেমে আসে। এ ছাড়া আরও নানা সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটি কাজ ভুলেও করতে নেই। এই কাজগুলি করলে আমাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। নতুন বছরের শুরু থেকেই এই কাজগুলি করা থেকে বিরত থাকুন। তা হলে বছরটি খুব ভাল থাকবে।

Advertisement

দেখে নেব কী কী কাজ করতে নেই:

১) বাড়িতে হোক বা অফিসে, দরজা থেকে তালা খোলার পর সেই তালার প্রয়োজন মিটে গেলেও আমরা সেটিকে দরজার মধ্যেই ঝুলিয়ে রেখে দিই। এই কাজটি করা একেবারেই উচিত নয় । এর ফলে বাড়িতে দারিদ্র্য সৃষ্টি হয়। তালাচাবি সব সময় অন্য জায়গায় রাখতে হবে।

Advertisement

২) বাথরুমের বালতি অনেকেই জল ভরতি না করে খালি অবস্থায় রেখে দেন। এই কাজটিও করতে নেই। বালতি যখনই খালি হয়ে যাবে, তখনই বালতিতে পুনরায় জল ভরে রাখতে হবে। নয়তো, বালতি উপুড় করে রাখতে হবে।

৩) ঝাঁটা কখনও চোখের সামনে রাখতে নেই। বাইরে থেকে যিনিই আসুন না কেন, তিনি যেন ঘরে এসে ঝাঁটা না দেখতে পা। ঝাঁটা সব সময় চোখের আড়ালে লুকিয়ে রাখতে হয়।

৪) জামাকাপড় ভাঁজ করে রাখার সময় খেয়াল রাখতে হবে জামাকাপড়গুলো যেন উল্টো অবস্থায় না থাকে। জামাকাপড় আগে সোজা করে নিয়ে তার পর ভাঁজ করতে হবে।

৫) নুন এবং চিনি বাড়িতে যেন কোনও ভাবে পুরোপুরি শেষ না হয়ে যায়। নুন এবং চিনি অল্প থাকতে থাকতে কিনে আনার চেষ্টা করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement