নিজস্ব চিত্র।
একুশে জুলাইয়ের আগে ধূপগুড়িতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সভাকে ঘিরে তৎপর জেলা প্রশাসন। কর্মীরা কী ভাবে আসবেন সভাস্থলে, হেলিপ্যাড কোথায় হবে, শনিবার তা খতিয়ে দেখলেন জেলার প্রশাসনিক কর্তারা।
তৃণমূলের শহিদ দিবসের সভায় কলকাতায় ২১ জুলাই যাতে উত্তরবঙ্গ থেকে এক লক্ষ মানুষ উপস্থিত হন, তার প্রস্তুতি হিসাবে ধূপগুড়িতে অভিষেকের সভা হবে। শনিবার দুপুরে ধূপগুড়ি ফুটবল মাঠ পরিদর্শন করেন তৃণমূল নেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ির ডিএসপি (অপরাধ) বিক্রমজিৎ লামা, ধূপগুড়ির আইসি সুজয় তুঙ্গা। এ ছাড়া ছিলেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ-সহ একাধিক তৃণমূল নেতা।
১২ জুলাই অভিষেকের সভা রয়েছে ধূপগুড়ির ফুটবল মাঠে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের তৃণমূল কর্মীরা উপস্থিত থাকবেন এই সভায়।